Home খেলা শিল্পার বাড়িতে ডাকাতি

শিল্পার বাড়িতে ডাকাতি

SHARE

বলিপাড়ায় বর্তমানে চোর-ডাকাতের উৎপাত সম্ভবত বেড়েছে! একের পর এক তারকার বাড়িতে চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। কারও লকার থেকে উধাও হচ্ছে লক্ষ লক্ষ টাক। আবার কারও বাড়ি থেকে চুরি হচ্ছে বহুমূল্য হিরের গয়না। এবার শিল্পা শেঠির বাংলোয় ডাকাতির ঘটনা ঘটল।
গত সপ্তাহে শিল্পার জুহুর বাংলো থেকে খোয়া গিয়েছে বেশকিছু বহুমূল্য জিনিসপত্র। টের পেয়েই তড়িঘড়ি স্থানীয় জুহু থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। এরপরই তদন্তে নামে মুম্বাই পুলিশ। কে বা কারা শিল্পা শেঠির বাড়িতে এই ডাকাতি চালাল? সেই সম্পর্কে বিস্তারিত তথ্য ফাঁস না করলেও জানা গেছে বৃহস্পতিবার ২ জনকে আটক করেছে পুলিশ।
শিল্পার বাড়িতে ডাকাতির ঘটনার ওই ২ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে, পুলিশি সূত্রে এমনটাই জানা গিয়েছে। দিন কয়েক আগেই জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশার টাকা চুরি গিয়েছিল। সালমান খানের বোন অর্পিতার ঘর থেকেও চুরি হয় হিরের গয়না।