Home আইন আদালত রাজধানীতে অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেপ্তার

রাজধানীতে অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেপ্তার

SHARE

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৩ জুন) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় গ্রেপ্তারদের কাছে থেকে ২ হাজার ৩০৭ পিস ইয়াবা, ৮৪ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ১৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।