Home খেলা কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

SHARE

ফুটবলে ব্রাজিলের অসাধারণ নৈপুণ্যের কথা কারও অজানা নয়। তবে সাম্প্রতিক সময়ে দেশটির জাতীয় দলের পারফরম্যান্স বেশ নেতিবাচক। তবে দাপট দেখিয়েছে সেলেসাওদের ফুটসাল দল। কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের সেমিফাইনালে তারা কলম্বিয়াকে ৩-০ গোলে হারিয়েছে। এতে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠে গেছে ব্রাজিল।
সেমিফাইনালে লড়াইয়ে নামার আগে গ্রুপ পর্বে অপ্রতিরোধ্য ছিল ব্রাজিলের যুবারা। তিন জয় ও এক ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে তারা সেমিফাইনাল নিশ্চিত করেছিল। ২২ গোলের বিপরীতে মাত্র দুইটি গোল হজম করেছে দলটি।
সেই ধারাবাহিকতায় লাতিন আমেরিকার আরেক দেশ কলম্বিয়ার বিপক্ষে সেলেসাওরা সেমিফাইনালে নেমেছিল। এদিন ম্যাচের মাত্র দুই মিনিটেই রায়ানের গোলে এগিয়ে যায় ব্রাজিল। ভার্দেমারেলার পাস থেকে তাদের পরবর্তী গোলও আসে রায়ানের পা থেকেই। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে তিনি ব্রাজিলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন।
এর ভেতর কলম্বিয়া ম্যাচে ফেরা তো দূরে থাক, উল্টো আরেকটি গোল খেয়ে বসে। চার মিনিট বাদেই ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন ইগোর ব্রেডফ। এর মাধ্যমে ৩-০ গোলের জয় নিয়ে ফাইনালে ওঠে গেছে ব্রাজিল।