Home খেলা দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা

SHARE

কয়েক দিন আগেই হোম ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ঘরের মাঠে খেলা হলেও দাপট দেখাতে পারেনি টাইগার যুবারা। এবার সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতে নামার অপেক্ষায় তারা।

প্রোটিয়াদের বিপক্ষে খুলনা ও রাজশাহীতে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে আহরার আমিনের দল। এই সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ চলাকালীন বাকি দুই ম্যাচের জন্য স্কোয়াড দেওয়া হতে পারে।

স্কোয়াডে ওপেনার হিসেবে ডাক পেয়েছেন আশিকুর রহমান শিবলি, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আদিল বিন সিদ্দিক। মিডল-অর্ডারে আছেন আরিফুল ইসলাম, আহরার আমিন (অধিনায়ক), শিহাব জেমস, জাকারিয়া ইসলাম শান্ত এবং নাঈম আহমেদ।

এদিকে স্পিনার হিসেবে দলে রয়েছেন, ওয়াসি সিদ্দিকী, মাহফুজুর রহমান রাব্বি, রাফি উজজামান ও পারভেজ হোসেন জীবন। অন্যদিকে পেস ইউনিটের ভরসা রোহানাত বর্ষণ, ইকবাল হোসেন ইমন, তানভীর আহমেদ এবং মারুফ মৃধা।

পাঁচ ম্যাচের এই সিরিজ খেলতে আগামী ৩ জুলাই ঢাকায় পাড়ি জমাবে প্রোটিয়ারা। ঢাকায় পৌঁছেই খুলনার বিমান ধরবে প্রোটিয়া যুবারা। সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৬ জুলাই। খুলনাতেই দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ৯ ও ১১ জুলাই।

সেখান থেকে রাজশাহীতে চলে যাবে দুই দল। আগামী ১৪ ও ১৭ জুলাই রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে হবে চতুর্থ ও পঞ্চম ম্যাচ। সিরিজ শেষে সাউথ আফ্রিকার যুবারা ১৮ জুলাই বাংলাদেশ ছাড়বে।

বাংলাদেশের স্কোয়াড : আশিকুর রহমান শিবলি, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, আরিফুল ইসলাম, আহরার আমিন (অধিনায়ক), শিহাব জেমস, জাকারিয়া ইসলাম শান্ত, নাঈম আহমেদ, পারভেজ হোসেন জীবন, ওয়াসি সিদ্দিকী, মাহফুজুর রহমান রাব্বি, রাফি উজজামান, তানভীর আহমেদ, রোহানাত বর্ষণ, ইকবাল হোসেন ইমন এবং মারুফ মৃধা।