Home খেলা প্রতিশোধের ম্যাচে কাল মাঠে নামবে ব্রাজিল

প্রতিশোধের ম্যাচে কাল মাঠে নামবে ব্রাজিল

SHARE

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মাঠের সাম্প্রতিক সময়কার পারফরম্যান্সটা খুব একটা ভালো নয়। সিনিয়র দলের ভাগ্যে ব্যর্থতার কালিমা লেগেছিল সেই বিশ্বকাপের সময় থেকেই। সিনিয়রদের দেখাদেখি জুনিয়ররাও হাঁটছে একই পথে। ফুটসালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হারানোর পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোর কাছে পরাজিত হয় ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।

‘প্রতিশোধ’ নেওয়ার লক্ষ্যে ম্যাক্সিকোর বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে শুক্রবার (৩০ জুন) মাঠে নামবে ব্রাজিলের যুবারা।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে মেক্সিকোর বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। যার প্রথমটিতে হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের। দ্বিতীয় ম্যাচে আগামীকাল মাঠে নামবে ব্রাজিল।

বাংলাদেশ সময় রাত তিনটায় মাঠে শুরু হবে হাইভোল্টেজ ম্যাচটি।

২৪ দলের অংশগ্রহণে চলতি বছরের ১০ নভেম্বর পর্দা উঠবে যুব বিশ্বকাপের। ইন্দোনেশিয়ায় বসবে এবারের আসরটি। ২ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের এবারের আসরের।

এর আগে, গত বুধবার (২৮ জুন) প্রথম প্রীতি ম্যাচে মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দলের কাছে ১-০ গোলে পরাজিত হয় ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল।

মেক্সিকোর পক্ষে ম্যাচের একমাত্র গোলটি করেন লুইস নাভারেত্তে। আর তাতেই টানা ১৯ ম্যাচ জয়ের পর হারের তিক্ত স্বাদ পায় সেলেসাওরা।