Home খেলা ঢাকায় আসছে আফগানিস্তান

ঢাকায় আসছে আফগানিস্তান

SHARE

ঈদুল আজহার রেশ এখনও কাটেনি। তবে এমন আমেজের মধ্যেই সাদা বলের সিরিজ খেলতে শনিবার (১ জুলাই) ঢাকায় পা রাখবে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছেন রশিদ-নবিরা।

এর আগে, আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের একমাত্র টেস্টে রেকর্ড ৫৪৬ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। এই ম্যাচের পরপরই দেশে ফিরে যায় আফগানরা। ঈদের ছুটি শেষে এবার বাকি সিরিজ খেলতে বাংলাদেশে পাড়ি জমাচ্ছে সফরকারীরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, শনিবার (১ জুলাই) বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন রশিদ-নবিরা। এদিন রাতে ঢাকাতেই থাকবেন তারা। পরদিন (২ জুলাই) সকালে ওয়ানডে সিরিজের ভেন্যু চট্টগ্রামে যাবেন সফরকারীরা। একই সময়ে লাল-সবুজের প্রতিনিধিরাও চট্টগ্রামে যাবেন। তবে এদিন অনুশীলনের কোনো সূচি রাখেনি দল দুটি।

জানা গেছে, আগামী সোমবার (৩ জুলাই) থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে উভয় দলের ক্রিকেটাররা।

আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। এরপর সিলেটে হবে দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। দুই ম্যাচের টি-টোয়েন্টি দুটি হবে আগামী ১৪ ও ১৬ জুলাই।