Home আন্তর্জাতিক মেক্সিকোতে তাপদাহে নিহত শতাধিক

মেক্সিকোতে তাপদাহে নিহত শতাধিক

SHARE

মেক্সিকোতে তীব্র তাপদাহে জুন মাসে ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছে৷ মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জুন মাসের শেষ দুই সপ্তাহে এক হাজারের বেশি তাপদাহ সংক্রান্ত জরুরি পরিস্থিতি রেকর্ড করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী উত্তর-পূর্ব মেক্সিকোর দুটি রাজ্যে তাপদাহ মারাত্মক আকার ধারণ করেছে। তাপদাহের এমন পরিস্থিতি লাতিন আমেরিকার দেশটিকে আরও ভোগাবে বলে ধারণা করা হচ্ছে।

১২ থেকে ২৫ জুনের মধ্যে মেক্সিকোতে একহাজারের বেশি তাপদাহ সংক্রান্ত জরুরি অবস্থার খবর রেকর্ড করা হয়েছে৷ এসময় নিহত হয়েছে ১০৪ জন। মেক্সিকোর অনেক এলাকায় তাপমাত্রা পৌঁছে গেছে প্রায় ৫০ ডিগ্রিতে।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে দেখা যায়, ১৮-২৪ জুনের সপ্তাহে মৃত্যুর সংখ্যা শীর্ষে পৌঁছেছে। তারা আরো বলেছে, গত বছরের এই সময়ে দেশটিতে দাবদাহের কারণে মাত্র একজনের মৃত্যু হয়েছিল। নিহতদের বেশিরভাগই হিট স্ট্রোকের কারণে মারা গেছে। কেউ মারা গেছেন পানিশূন্যতায়।