Home বিনোদন আলিয়া ভাটও বললেন, ‘খেলা হবে’

আলিয়া ভাটও বললেন, ‘খেলা হবে’

SHARE

কয়েক বছর ধরেই দেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করছে ‘খেলা হবে’ স্লোগানটি। প্রভাবশালী এক রাজনৈতিক নেতার সৃষ্ট এ স্লোগান পরে দেশের বিভিন্ন নেতাদের কণ্ঠ শোনা গেছে। সমাদর পেয়েছে ওপার বাংলায়ও।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়সহ পশ্চিমবঙ্গের বাঘা বাঘা নেতৃবৃন্দ এখনও রাজনীতির মাঠ কাঁপাচ্ছেন এই স্লোগান দিয়ে। এবার রাজনীতির ময়দান থেকে খেলা হবে সোজা উড়াল দিল বলিউডে। বি-টাউনের তারকা আলিয়া ভাটের কণ্ঠে শোনা গেছে, ‘খেলা হবে’।
মুক্তির অপেক্ষায় রয়েছে আলিয়া অভিনীত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার। সেখানেই আলিয়াকে বলতে শোনা গেল, ‘খেলা হবে’ ।
ট্রেলারে স্পষ্ট হয়েছে দুই পরিবারের ছেলেমেয়ের প্রেম কাহিনি নিয়ে গড়ে উঠেছে গল্প। পরিবারের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে পাত্র-পাত্রীর বিবাদও দেখা গেছে। এরকম এক অবস্থায় আলিয়াকে বলতে শোনা যায়, ‘খেলা হবে’।
ছবিটির মাধ্যমে দীর্ঘদিন পর নির্মাণে ফিরছেন করণ জোহর। ট্রেলারে আলিয়া-রণবীর ছাড়াও দেখা গেছে চূর্ণি গাঙ্গুলি, টোটা রায়চৌধুরী, শাবানা আজমি এবং রণিত রায়কে। ছবিটি প্রেক্ষাগৃহে আসবে ২৮ জুলাই।