Home খেলা উইম্বলডনে জোকোভিচের সামনে রেকর্ডের হাতছানি

উইম্বলডনে জোকোভিচের সামনে রেকর্ডের হাতছানি

SHARE

টেনিস বিশ্বে সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকা কিছুদিন আগেই জিতেছেন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা। আর তাতে ছুঁয়েছেন স্মরণীয় এক মাইলফলক, ছাড়িয়ে গেছেন প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে। এবার সে রেকর্ডকে আরও একধাপ এগিয়ে নেয়ার মিশনে নেমেছেন তিনি। বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম উইম্বল্ডনে জয় দিয়ে যাত্রা শুরুর পর অব্যাহত আছে সে যাত্রা।
প্রথম রাউন্ডে আর্জেন্টাইন প্রতিপক্ষের বিপক্ষে সহজ জয় তুলে নিলেও প্রকৃতির বাঁধায় পড়েছিলেন জোকোভিচ। এরপর দ্বিতীয় রাউন্ডেও অজেয় ছিলেন তিনি। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ জর্ডান থম্পসনকে হারিয়ে তুলে নেন গ্র্যান্ড স্লামে নিজের ৩৫০তম জয়, ওঠেন তৃতীয় রাউন্ডে যেখানে গতকাল স্ট্যান ওয়ারিঙ্কার বিপক্ষে ৬-৩ ৬-১ ৭-৬(৭-৫) সেটে দাপুটে জয় পেয়েছেন তিনি।
সুইস খেলোয়াড় ওয়ারিঙ্কা জোকোভিচের পুরনো প্রতিপক্ষ হিসেবেই খ্যাত। এমনকি সার্বিয়ান টেনিস কিংবদন্তিকে দুই বার গ্র্যান্ড স্লাম ফাইনালে হারিয়েই শিরোপা জিতেছেন ওয়ারিঙ্কা।
২০১৫ ফ্রেঞ্চ ওপেনের পর ২০১৬ সালে ইউ এস ওপেনেও জোকোভিচকে পরাজিত করেন মোট তিনটি গ্র্যান্ড স্লামের মালিক ওয়ারিঙ্কা। তবে গতকালের ম্যাচে আর জয়ের মুখ দেখতে পারেননি তিনি।
প্রথম দুই সেটে মাত্র ৬৭ মিনিটেই দাপুটে জয় তুলে নেন জোকোভিচ। তবে তৃতীয় সেটে ওয়ারিঙ্কা লড়াইয়ে ফেরার আভাস দিলেও শেষ পর্যন্ত পাত্তা পাননি তিনি। টাইব্রেকারে ৫-৩ এ পিছিয়ে থাকলেও নির্ধারিত সময়ের আগেই ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করেছেন তিনি।
এদিকে এমন জয়ে দারুণ রেকর্ড গড়ার হাতছানি আছে উইম্বলডনেও বেশ সফল সার্বিয়ান জোকোভিচের সামনে। গত দশ মৌসুমের সাতটিতেই শিরোপা জিতেছেন জোকোভিচ। এর মধ্যে আছে টানা চার মৌসুম জয়ের রেকর্ডও। এবার অষ্টম শিরোপা জিততে পারলে টেনিস কিংবদন্তী রজার ফেদেরারের সঙ্গে সমান ভাবে ৮ বার উইম্বলডন চ্যাম্পিয়ন হবার রেকর্ড গড়বেন তিনি।