Home আন্তর্জাতিক ‘বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে যুক্তরাষ্ট্র’

‘বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে যুক্তরাষ্ট্র’

SHARE

বাংলাদেশের কোনো দলের প্রতি নয় বরং যুক্তরাষ্ট্র এ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।
স্থানীয় সময় সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ সংক্রান্ত এক প্রশ্নে এই মন্তব্য করেন তিনি।
ম্যাথু মিলার বলেন, বাংলাদেশে আমরা কোনো এক রাজনৈতিক দল রেখে আরেক দলকে সমর্থন করি না, প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করি।
তিনি বলেন, আমি জানি না কেন কেউ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বানে আপত্তি করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বারবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তার নিজের অঙ্গীকারের কথা বলেছেন। ৫০ বছরের বেশি সময়ের পরীক্ষিত বন্ধু ও অংশীদার হিসেবে বাংলাদেশের কাছে যুক্তরাষ্ট্রেরও চাওয়া এটাই।
ম্যাথু মিলার বলেন, আমি আগে অন্য একটি প্রশ্নের উত্তরে বলেছিলাম, অন্যান্য দেশ যখন আমাদের সঙ্গে আমাদের নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলে তখন আমরা এটিকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করি না।
তিনি বলেন, আমরা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করার একটি সুযোগ হিসেবে এ আলোচনাকে স্বাগত জানাই, জানি না কেন অন্য কোনো দেশ আপত্তি করবে।
ব্রিফিংয়ে প্রশ্ন রাখা হয়, আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু শিগগিরই বাংলাদেশ সফর করবেন। তারা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ক্ষমতাসীন সরকার ও বিরোধী দল বিএনপির সঙ্গে আলোচনা করবেন কি না। যখন মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে। এ বিষয়ে আপনার মন্তব্য কি?
জবাবে ম্যাথু মিলার বলেন, ১১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বাংলাদেশ সফর করবেন। সফরকালে তিনি সরকারের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে রোহিঙ্গা শরণার্থী সংকট, শ্রমিক অধিকার, মানবাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানবপাচারের মতো বিষয়গুলো আলোচনায় আসবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে প্রতিনিধি দল মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় ঢাকায় আসছে। ১১- ১৪ জুলাই উজরা জেয়া ঢাকা সফর করবেন। তার সফরসঙ্গী হিসেবে সঙ্গে থাকছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএইডের এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রের অঞ্জলী কৌর।