Home খেলা উইম্বলডনের সেমিতে জোকোভিচ

উইম্বলডনের সেমিতে জোকোভিচ

SHARE

রেকর্ড ছোঁয়া অষ্টম উইম্বলডন ওপেন জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন নোভাক জোকোভিচ। মঙ্গলবার সপ্তম বাছাই আন্দ্রে রুবলেভকে হারিয়েছেন তিনি।
কোয়ার্টার ফাইনালে জোকোভিচ ৪-৬, ৬-১, ৬-৪, ৬-৩ গেমে জিতেছেন। শুক্রবার জ্যানিক সিনারের বিপক্ষে শেষ চারে খেলবেন তিনি। গত বছর কোয়ার্টার ফাইনালের পুনরাবৃত্তি হচ্ছে এবার। ওইবার দুই সেটে পিছিয়ে পড়েও জয় পান সার্ব তারকা।
চারবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জোকোভিচ রুবলেভের বিপক্ষে অল ইংল্যান্ড ক্লাবে টানা ৩৩তম জয় পেলেন।
২০১৩ সালের ফাইনালের পর থেকে সেন্টার কোর্টে অপরাজিত জোকোভিচ বলেন, ‘এগুলো কেবলই সংখ্যা। টুর্নামেন্টে আমি কখনও পরিসংখ্যান নিয়ে চিন্তা করে সময়ের অপচয় করি না। আমার সব চিন্তা পরের ম্যাচ নিয়ে। কঠিন হতে চলেছে, তবে আমার খেলা নিয়ে আমি খুশি।’