Home খেলা রিয়াল মাদ্রিদের লাভ ১ কোটি ১৮ লাখ ইউরো

রিয়াল মাদ্রিদের লাভ ১ কোটি ১৮ লাখ ইউরো

SHARE

করোনা মহামারি ও বার্নাব্যু স্টেডিয়ামের সংস্কার প্রকল্পে প্রচুর অর্থ ঢালার পরও লাভের মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টরা ১ কোটি ১৮ লাখ ইউরো লাভ দিয়ে ২০২২-২৩ অর্থবছর শেষ করেছে।
লাভের মধ্যে থাকলেও গতবারের চেয়ে তা ১০ লাখ ইউরো কম। তবে সর্বশেষ চার বছর ধরে মাদ্রিদের অভিজাতরা লাভের মধ্যে রয়েছে।
রিয়াল মাদ্রিদ বিবৃতিতে বলেছে, ‘২০২২-২৩ অর্থ বছরে ৮৪ কোটি ৩০ লাখ ইউরো আয় হয়েছে। যা ২০২১-২২ অর্থবছরের তুলনায় বেড়েছে ১২ কোটি ১০ লাখ তথা ১৭ শতাংশ।’
রিয়াল মাদ্রিদ আরও জানিয়েছে, বর্তমানে তাদের নেট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৫৫ কোটি ৮০ লাখ ইউরো। গত মৌসুম থেকে যা ১ কোটি ২০ লাখ বেশি। তা ছাড়া বার্নাব্যু প্রজেক্ট বাদে তাদের নেট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৬৭ লাখ ইউরো। এই জায়গায় তাদের উন্নতি-ই হয়েছে। গত বছর এই ঋণের পরিমাণ ছিল আরও বেশি ২৬ কোটি ৩১ লাখ ইউরো।