Home জাতীয় নির্বাচনের আগেই গোপন নথি মামলায় ট্রাম্পের বিচার শুরু হবে

নির্বাচনের আগেই গোপন নথি মামলায় ট্রাম্পের বিচার শুরু হবে

SHARE

রাষ্ট্রীয় গোপন নথি অব্যবস্থাপনা সংক্রান্ত মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মামলার বিচার কার্যক্রম আগামী বছর দেশটির প্রেসিন্ডেট নির্বাচনের আগেই শুরু হবে। স্থানীয় সময় শুক্রবার আদালত এই আদেশ দিয়েছেন।
ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক অ্যাইলেন ক্যানন আদেশে জানান, ২০২৪ সালের ২০ মে মামলাটির বিচারপ্রক্রিয়া শুরু করা হবে।
আমেরিকায় আগামী বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনে ট্রাম্পও প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। সেক্ষেত্রে অবশ্যই তিনি একজন শক্তিশালী প্রার্থী হিসেবেচিত। কিন্তু ভোটের লড়াইয়ের কয়েক মাস আগে ট্রাম্পের বিচারপ্রক্রিয়া শুরু হলে তা নির্বাচনী প্রচারণায় প্রভাব ফেলবে এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ করতে পারে।
যদিও প্রসিকিউটররা চলতি বছরের ডিসেম্বরে মামলাটির কার্যক্রম শুরুর পক্ষে ছিলেন। তবে ট্রাম্পের অ্যাটর্নি আগামী বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যাওয়ার পর বিচার শুরুর অনুরোধ করেছিলেন। ট্রাম্প প্রেসিডেন্ট থাকার সময় বিচারক পদে নিয়োগ পেয়েছিলেন ক্যানন।
খবর সিএনএন