করোনায় গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু এবং ৬১ জন শনাক্ত হয়েছেন।
শুক্রবার (২৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫২১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে এক হাজার ৫২২টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার চার দশমিক ১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৪ হাজার ৩০১ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৭২ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১১ হাজার ২২৮ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।