Home রাজনীতি বাংলাদেশকে নিয়ে খেলা হচ্ছে : হানিফ

বাংলাদেশকে নিয়ে খেলা হচ্ছে : হানিফ

SHARE

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বাংলাদেশকে নিয়ে খেলা হচ্ছে। যারা এক-এগারোর স্বপ্ন দেখে তারা এই খেলা খেলছে।
শুক্রবার বিকেলে আওয়ামী লীগের তিন আজ সংগঠনের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের এই নেতা প্রশ্ন রাখেন- বিএনপি-জামায়াতের যখনই কেনো সমাবেশ হয়, তার আগে তারা বিশেষ একটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে। এর কারণ একটাই বিএনপি এখন ওই বিশেষ দেশের ষড়যন্ত্রের ক্রীড়নক হিসেবে খেলছে।
হানিফ আরও বলেন, অতীতেও যেভাবে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে, শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে বেগম খালেদা জিয়াকে পরাস্ত করেছিল ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা, ভবিষ্যতেও নির্বাচনে মাধ্যমে আবারও সরকার গঠন করে শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে তারা এগিয়ে নেবে।
যেকোনো অপরাজনীতিকে রাজপথে প্রতিহতের কথাও বলেন মাহবুবউল আলম হানিফ।