Home খেলা সাউথ আফ্রিকার বিপক্ষে দারুণ প্রত্যাবর্তন আর্জেন্টিনার

সাউথ আফ্রিকার বিপক্ষে দারুণ প্রত্যাবর্তন আর্জেন্টিনার

SHARE

হারলেই আসর থেকে নিতে হবে বিদায়, এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে দুই গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। হারতে বসা ম্যাচে পাঁচ মিনিটের ব্যবধানে পাওয়া দুই গোলের সুবাদে আলবিসেলেস্তেরা টুর্নামেন্টে টিকে রইল। মেয়েদের ফুটবল বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে আকাশি-নীলরা মাঠ ছাড়ে।
কাগজে-কলমের হিসাবে বিশ্বকাপে টিকে থাকলেও আর্জেন্টিনা জি-গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে। দুই ম্যাচে তাদের সংগ্রহ এক পয়েন্ট। গোল ব্যবধানের বিচারে এক পয়েন্ট নিয়ে তিন নম্বরে সাউথ আফ্রিকা। এক ম্যাচ খেলা সুইডেন ও ইতালি পেয়েছে তিন পয়েন্ট। গোল পার্থক্যের হিসাবে সুইডিশরা টেবিলের শীর্ষে।
শুক্রবার ডানেডিনে ম্যাচের ৩০ মিনিটে পাল্টা আক্রমণে থেম্বি কগাতলানার অ্যাসিস্টে বল পেয়ে বাঁ-পায়ে লক্ষ্যভেদ করে সাউথ আফ্রিকাকে লিড পাইয়ে দেন লিন্ডা মোটলহালো। বিরতির পর ৬৬ মিনিটে জারমেইন সিওপোসেনওয়ের কাছ থেকে বল নিয়ে কগাতলানা আবারো বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন। দুই গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনার বিদায়টা তখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার।
ম্যাচের ৭৪ মিনিটে ডান পায়ের দূরপাল্লার শটে সোফিয়া ব্রাউন নিশানাভেদ করেন। পাঁচ মিনিট পর ইয়ামিলা রদ্রিগেজের ক্রসে বল পেয়ে হেডে বল জালে প্রবেশ করিয়ে আলবিসেলেস্তেদের ড্র নিশ্চিত করেন রোমিনা নুনেজ।