Home খেলা রাতে টেক্সাসে এল ক্লাসিকো মহারণ

রাতে টেক্সাসে এল ক্লাসিকো মহারণ

SHARE

মৌসুম শুরুর আগেই ছড়াচ্ছে এল ক্লাসিকো উত্তাপ। মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী বিয়াল-বার্সেলোনা।
টেক্সাসে প্রাক মৌসুম প্রীতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩টায়।
মৌসুম শুরু হতে এখনো বাকি দিন দশেক। নিজেদের ঝালাই করে নিতে বিভিন্ন দেশে আমন্ত্রণমূলক ম্যাচ খেলায় ব্যস্ত সময় পার করছে ক্লাবগুলো। তেমনি এক ম্যাচে নামছে রিয়াল-বার্সেলোনা। মৌসুম শুরুর আগেই এল-ক্লাসিকো উপভোগের মঞ্চ তৈরি করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
এই ম্যাচের আগে অনেকটা নির্ভার রিয়াল মাদ্রিদ। দুইদিন আগে শক্তিশালী বায়ার্নকে হারিয়ে প্রস্তুতিটা ভালোই সেরেছে তারা। এই ম্যাচের সেই পারফরম্যান্স ধরে রাখতে চায় লস-ব্লাঙ্কোরা।
এদিকে গেল ম্যাচে আর্সেনালের কাছে বিধ্বস্ত হলেও এবার জয়ে ফিরতে মরিয়া কাতালানরা।