Home জাতীয় শিক্ষার্থীদের জিম্মি করে ফায়দা না লুটার আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষার্থীদের জিম্মি করে ফায়দা না লুটার আহ্বান শিক্ষামন্ত্রীর

SHARE

শিক্ষার্থীদের জীবন জিম্মি করে কোনো রাজনৈতিক দল যেন অসাধু ফায়দা লুটার অপচেষ্টা না করে সেজন্য আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, দেশের অরাজক পরিস্থিতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত করবে।

শনিবার (২৯ জুলাই) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে চাঁদপুরে কর্মরত সাংবাদিকদের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক হস্তান্তর শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের যে অপতৎপরতা, আবারও নাশকতা ও অরাজকতার সৃষ্টির যে ধারায় যাওয়ার লক্ষণ দেখাচ্ছে তা দেশের জন্য মোটেই ইতিবাচক নয়। এসময় তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের অগ্রযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।’

তিনি বলেন, ‘বিশেষ করে শিক্ষার্থীদের কথা বিবেচনা করলে, অতীতে করোনার কারণে শিক্ষার্থীদের অনেক অসুবিধা হয়েছে। এখন সেগুলো কাটিয়ে উঠছে সরকার। এসময়ে যখন আমরা নভেম্বরের মধ্যে শিক্ষা কার্যক্রম, পাঠ্যসূচি, পরীক্ষাসহ সবকিছু শেষ করতে চাচ্ছি, সেসময় এ ধরনের দেশব্যাপী অরাজক পরিস্থিতি আমাদের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আবারও ব্যাহত করবে। তাই সব রাজনৈতিক সংগঠন দায়িত্বশীলতার সঙ্গে আগামী প্রজন্মের স্বার্থকে অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘রাজনীতির মাঠে রাজনীতি থাকবে। রাজনীতি মানে অরাজকতা নয়। সামনে নির্বাচন। এ নির্বাচনে সবাই অংশগ্রহণ করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই সব প্রশ্নের মীমাংসা করা সম্ভব।’

অনুষ্ঠানে মোট ৮২ জন সাংবাদিকের মধ্যে ১৭ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র (বাদল), চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন প্রমুখ।