Home খেলা ফুটবলকে বিদায় বলে দিলেন বুফন

ফুটবলকে বিদায় বলে দিলেন বুফন

SHARE

অবশেষে গ্লাভসজোড়া খুলে রাখার সিদ্ধান্ত নিলেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ৪৫ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় বলেছেন তিনি। ২৮ বছরের ক্যারিয়ার শেষে নিজের শৈশবের ক্লাব পার্মার জার্সিতেই শেষ ম্যাচ খেলেছেন তিনি।
ক্লাব পার্মাকে জানিয়ে দিয়েছেন, তিনি। চুক্তি বাতিল করতে চান। কিংবদন্তির চাওয়ায় সায় দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। দ্রুতই তার সঙ্গে চুক্তি বাতিলের কাজ সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। যদিও এই কিংবদন্তিকে নিজেদের দলে ভেড়াতে চেষ্টা করছে সৌদি লিগের বিভিন্ন ক্লাব। তবে, সব প্রস্তাবই ফিরিয়ে দিচ্ছেন এই কিংবদন্তি গোলরক্ষক।
১৯৯৫ সালে পার্মার জার্সিতে শীর্ষ পর্যায়ের ক্যারিয়ার শুরু করেন। ২০০১ পর্যন্ত ওই ক্লাবেই ছিলেন তিনি। এরপরই চলে আসেন জুভেন্টাসে। তুরিনের বুড়িদের হয়ে খেলেছেন টানা ১৭ বছর। ২০০১ সাল থেকে ২০১৮ পর্যন্ত ছিলেন ক্লাবটিতে।
২০০৬ সালে অনিয়মের দায়ে জুভেন্টাস ২য় বিভাগে নেমে যায়। সেবার জুভেন্টাসের সকল তারকা ক্লাব ছেড়ে গেলেও রয়ে যান বুফন। আরেক কিংবদন্তি আলেসান্দ্রো ডেল পিয়েরোকে নিয়ে জুভেন্টাসকে ফিরিয়ে আনেন শীর্ষ বিভাগের ফুটবলে। একইবছর ইতালির হয়ে জিতেছেন বিশ্বকাপ শিরোপাও। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে তার অতিমানবীয় পারফর্ম্যান্স আজ্জুরিদের এনে দেয় তাদের চতুর্থ বিশ্বকাপ।
২০১৮-১৯ মৌসুমে এক বছরের জন্য চলে যান ফ্রান্সের ক্লাব পিএসজিতে। এরপর আবার জুভেন্টাসে ফিরে এসে খেলেন ২০১৯-২১ মৌসুম। এরপর ফিরে গিয়েছেন নিজের প্রথম ক্লাব পার্মায়। সেখান থেকেই অবসরের ঘোষণা দিলেন তিনি।
বুফন ইতালির হয়ে ১৯৯৭-২০১৮ পর্যন্ত ১৭৬ ম্যাচ খেলেছেন। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ৯৭৫ ম্যাচ। ফুটবলের প্রায় সব শিরোপা জেতা বুফন অবশ্য জিততে পারেননি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। একমাত্র এই আক্ষেপ নিয়েই অবসরে যাচ্ছেন তিনি।
অবসরের পরেও ফুটবলের সাথেই থাকছেন বুফন। ফুটবল ইতালিয়া জানিয়েছে, ইতালি জাতীয় ফুটবল দলের ম্যানেজার পদে যোগ দিচ্ছেন তিনি।