Home আন্তর্জাতিক জাস্টিন ট্রুডো-সোফির বিবাহ বিচ্ছেদের ঘোষণা

জাস্টিন ট্রুডো-সোফির বিবাহ বিচ্ছেদের ঘোষণা

SHARE

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো পৃথক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা উভয়ে অনলাইনে এ নিয়ে বিবৃতি পোস্ট করেছেন।

জাস্টিন ট্রুডো তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় লিখেছেন, ‘সোফি ও আমি এই সত্যটি সবাইকে জানাতে চাই যে অনেক অর্থবহ এবং কঠিন আলোচনার পর আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ বর্তমানে ৫১ বছরের ট্রুডো ও ৪৮ বছর বয়সী সোফি গ্রেগোয়ার ২০০৫ সালের মে মাসে বিয়ে করেছিলেন।

তাঁদের তিনটি সন্তান রয়েছে। ট্রুডো ও গ্রেগোয়ার অভিন্ন ধরনের বার্তায় লিখেছেন, ‘বরাবরের মতো আমরা একে অন্যের প্রতি এবং দুজনে যা কিছু গড়ে তুলেছি এবং গড়তে থাকব তার প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধাসহ একটি ঘনিষ্ঠ পরিবার হিসেবে রয়ে যাব।’