Home আন্তর্জাতিক ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে পিটিআইয়ের বিক্ষোভ

ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে পিটিআইয়ের বিক্ষোভ

SHARE

গ্রেপ্তারের আগে ধারণ করা ভিডিও বার্তায় বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইতোমধ্যেই গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ করেছে পিটিআইয়ের কমী-সমর্থকরা। আটক হয়েছে অনেকেই। এদিকে ইমরান খানকে গ্রেপ্তার পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।
গত তিন মাসে এ নিয়ে দুবার গ্রেপ্তার হলেন ইমরান খান। তবে এবারই প্রথম কোনো মামলায় রায়ের পর গ্রেপ্তার হলেন তিনি।
গ্রেপ্তার হওয়ার আগে এক ভিডিও বার্তায় কর্মী-সমর্থকদের ঘরে বসে না থেকে সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের নির্দেশ দেন ইমরান খান।
এদিকে ইমরানের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ করছে পিটিআইয়ের কমী-সমর্থকরা। এ সময় বহু কর্মীকে করাচি থেকে আটক করেছে পুলিশ।
ইমরানের দল পিটিআই জানিয়েছে, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবে।
অপর দিকে দেশটির সরকার বলছে, ইমরানকে গ্রেপ্তারের সঙ্গে আসন্ন পার্লামেন্ট নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আইনিভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এ সাজা দেয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বলছে, ইমরান খান ও অন্যান্য রাজনীতিকদের বিরুদ্ধে মামলা দেশটির অভ্যন্তরীণ বিষয়।