Home আন্তর্জাতিক এবার ভারতের দাঙ্গাকবলিত হরিয়ানায় ‘বুলডোজার অভিযান’

এবার ভারতের দাঙ্গাকবলিত হরিয়ানায় ‘বুলডোজার অভিযান’

SHARE

ভারতের হরিয়ানা রাজ্যের নূহ-তে এবার ‘বুলডোজার দিয়ে অভিযান চালানো হচ্ছে। আজ নিয়ে টানা চার দিন ধরে সেখানে বুলডোজার দিয়ে বহু বাড়ি-ঘর ও দোকানপাট ভেঙে দিচ্ছে প্রশাসন।
সরকার যদিও দাবি করছে এর সঙ্গে সাম্প্রতিক দাঙ্গার কোনো সম্পর্ক নেই, তবে ঘটনা হলো বেছে বেছে তাদেরই দোকানপাট ভাঙা হচ্ছে যারা ওই সহিংসতায় জড়িত ছিল বলে অভিযোগ আছে।
যেমন আজ রোববার সকালেই নূহ-তে ‘সাহারা ফ্যামিলি হোটেল’ নামে একটি মুসলিম মালিকানাধীন চারতলা হোটেল ভবন বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
গত সোমবার (৩১ জুলাই) নূহ-তে সহিংসতার দিন ওই হোটেল ভবনের ছাদ থেকেই বিশ্ব হিন্দু পরিষদের ধর্মীয় শোভাযাত্রায় পাথর ও ইঁট ছোড়া হয়েছিল বলে অভিযোগ আছে।
নূহ জেলার সরকারি টাউন প্ল্যানার ভিনেশ কুমার অবশ্য আজ দাবি করেছেন, ওই হোটেলটির স্থাপনা পুরোপুরি অবৈধ ছিল এবং সেটিকে ভাঙার ব্যাপারে অনেক আগেই তারা নোটিশ দিয়েছিলেন।
গত বেশ কয়েক বছর ধরে ভারতে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আসাম-সহ বিভিন্ন বিজেপি-শাসিত রাজ্যে দাঙ্গাহাঙ্গামায় কেউ জড়িত বলে অভিযোগ উঠলেই তাদের সম্পত্তি-বাড়ি-ঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলার একটা প্রবণতা শুরু হয়েছে।
আইন-আদালতে কেউ দোষী বলে প্রতিপন্ন হওয়ার আগেই তাদের বাড়ি-ঘর ভেঙে দিয়ে এভাবে শাস্তি দেওয়ার প্রথা ভারতে ‘বুলডোজার জাস্টিস’ নামেও পরিচিতি পেয়েছে।
তবে বুলডোজার দিয়ে যাদের বাড়ি-ঘর বা দোকানপাট ভাঙা হয়েছে তাদের মধ্যে বেশির ভাগই মুসলিম। এরা কেউ নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন, কেউ বা ছিলেন সাধারণ খেটে-খাওয়া গরিব মানুষজন।
বুলডোজার দিয়ে এভাবে ‘বিচার’ দেওয়ার জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তো নামই হয়ে গেছে ‘বুলডোজার বাবা’।
এখন দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের পাশের রাজ্য হরিয়ানাতেও বিজেপি মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারও ঠিক একই পথে হাঁটছেন।
তবে নূহ-এর পাশাপাশি দাঙ্গা ছড়িয়েছে লাগোয়া অভিজাত এলাকা গুরগাঁওতেও, কিন্তু মুসলিম-অধ্যুষিত নূহতে বুলডোজার নামানো হলেও হিন্দু-প্রধান গুরগাঁওতে কিন্তু কোনো বুলডোজার নামেনি।
‘ডিমোলিশন ড্রাইভ’
সোমবার (৩১ জুলাই) বিকেল থেকে হরিয়ানার নূহ-তে বিশ্ব হিন্দু পরিষদের একটি মিছিলকে ঘিরে যে সহিংসতার সূত্রপাত হয় তাতে নূহ ও সংলগ্ন গুরগাঁওতে কম করে ছয়জনের প্রাণহানি হয়েছে।
নিহতদের মধ্যে দু’জন সরকারি রক্ষী বা হোমগার্ড এবং একজন মসজিদের ইমামও ছিলেন।
এখনও ওই অঞ্চলে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে, কারফিউ জারি করা হচ্ছে দফায় দফায়।
বৃহস্পতিবার পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসতেই নূহ জেলার বিভিন্ন অঞ্চলে জেলা প্রশাসন বুলডোজার নিয়ে ব্যাপক অভিযান শুরু করে দেয়।
মুসলিম অধ্যুষিত ওই এলাকাটিতে বহু স্থায়ী ও অস্থায়ী দোকানপাট, খাবারের স্টল, বেশ কয়েকটি ওষুধের দোকান মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়।
প্রশাসন জানায়, যেগুলো ভাঙা হচ্ছে তার সবই ছিল অবৈধ স্থাপনা আর সে কারণেই এই ‘ডিমোলিশন ড্রাইভ’ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নূহ জেলার এসডিএম অশ্বিনী কুমার আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর খাট্টারই ওই এলাকাতে এই অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।
প্রশাসন যদিও মুখে বলেছে এ সপ্তাহের দাঙ্গার সঙ্গে এই অভিযানের কোনো সম্পর্ক নেই, তারা কিন্তু বেছে বেছে সেই সব এলাকাতেই দোকানপাট ভাঙচুর করেছে যে সব রাস্তা দিয়ে সোমবারের মিছিল গিয়েছিল এবং যেখানে সবচেয়ে বেশি সহিংসতা হয়েছিল।
গতকাল (শনিবার) আবার নূহ থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে তাউরু নামে একটি জায়গায় একটি অস্থায়ী বস্তি বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে বলা হয়েছে, এই বস্তির বাসিন্দাদের অনেকেই সোমবার পাথর ছোঁড়ায় ও দাঙ্গাহাঙ্গামায় জড়িত ছিলেন।
তবে স্থানীয়দের বক্তব্য, বিহার ও পশ্চিমবঙ্গ থেকে আসা গরিব অভিবাসী মুসলিমরা ওই বস্তিতে থাকতেন ও দিনমজুরের কাজ করে পেট চালাতেন। বুলডোজার অভিযানের পর তারা মাথার ওপর পলিথিন বা তেরপলের সেই ছাদটুকুও হারিয়েছেন।
অনেকে বাধ্য হয়ে দেশে ফেরার ট্রেন ধরেছেন, যাদের সেই পয়সাটুকুও নেই তারা অসহায়ভাবে পথে বসেছেন।
তবে এদিন সকালে যেভাবে নূহ-র সাহারা ফ্যামিলি হোটেলটি ভেঙে দেওয়া হযেছে, তাতে একেবারে স্পষ্ট যে অভিযুক্ত দাঙ্গাকারীদের শাস্তি দিতেই হরিয়ানা সরকার এই বুলডোজার অভিযানে নেমেছে।
ভারতে বুলডোজার রাজনীতি
২০১৯ সালের ডিসেম্বরে উত্তরপ্রদেশে যারা দেশের বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন, তাদের অনেকের সম্পত্তি ভাঙতে বুলডোজার ব্যবহার করেছিল ওই রাজ্যের সরকার।
এরপর উত্তরপ্রদেশে বিকাশ দুবে নামে কুখ্যাত এক অপরাধীর বাড়িঘর ভাঙতেও ২০২০ সালে বুলডোজার ব্যবহার করা হয়, বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার সেই ভিডিও জাতীয় টেলিভিশনেও সম্প্রচারিত হয়।
এভাবেই ক্রমে ক্রমে বুলডোজার ভারতের রাজনীতিতে ‘কঠোর প্রশাসনে’র একটা প্রতীকে পরিণত হয়।
২০২১ সালে উত্তরপ্রদেশের নির্বাচনে যোগী আদিত্যনাথের নির্বাচনী জনসভাগুলোর বাইরেও সত্যিকারের বুলডোজার দাঁড় করানো থাকত। তার সমর্থকরা সেখানে আসতেন খেলনা বুলডোজার নিয়ে।
ক্রমে ক্রমে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলোও প্রতিবাদীদের দমন করতে বুলডোজারের রাস্তা বেছে নেয়। বেশির ভাগ ক্ষেত্রেই অবশ্য বুলডোজার অভিযানের ভিক্টিমরা ছিলেন মুসলিম।
গত বছর উত্তরপ্রদেশের এলাহাবাদে জাভেদ মোহামেদ নামে একজন সুপরিচিত অ্যাক্টিভিস্ট ও রাজনীতিবিদের পারিবারিক বাড়িও অবৈধ বলে বুলডোজার দিয়ে ভেঙে দেয় প্রশাসন।
মোহামেদ ঠিক তার আগেই তখনকার বিজেপি মুখপাত্র নূপুর শর্মার ইসলামের নবীকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিয়েছিলেন।
ওই ঘটনার পর দেশের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতিরা ও বিশিষ্ট নাগরিকরা এক খোলা চিঠিতে বিচারব্যবস্থার প্রতি আর্জি জানিয়ে বলেছিলেন, বুলডোজার ভারতের মুসলিম নাগরিকদের বিরুদ্ধে দমন-পীড়নের হাতিয়ার হয়ে উঠেছে এবং এটা দেশে আইনি শাসনের লঙ্ঘন ছাড়া কিছুই নয়।
কিন্তু বুলডোজার ব্যবহারের পক্ষে যুক্তি দিতে গিয়ে প্রশাসন বরাবরই বলে এসেছে, এগুলো শুধু অবৈধ স্থাপনা ভাঙতে কিংবা সরকারি জমির জবরদখল ঠেকাতেই ব্যবহার করা হচ্ছে।
ভারতের সুপ্রিম কোর্টও বলেছে, ‘প্রতিশোধমূলক পদক্ষেপ’ হিসেবে বুলডোজারকে কখনোই ব্যবহার করা যাবে না।
কিন্তু নূহ-র সাম্প্রতিকতম ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, প্রশাসন যাদের দাঙ্গাকারী বলে মনে করছে আদালতের রায়ের অপেক্ষা না-করেই তাদের বিরুদ্ধে বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে – আর এই প্রবণতা এখন ছড়িয়ে পড়েছে হরিয়ানাতেও।
খবর বিবিসি