Home আন্তর্জাতিক মরক্কোতে মিনিবাস দুর্ঘটনায় নিহত ২৪

মরক্কোতে মিনিবাস দুর্ঘটনায় নিহত ২৪

SHARE

মরক্কোর আজিলাল প্রদেশে মিনিবাস উল্টে ২৪ জনের প্রাণহানি হয়েছে। রোববার (৬ আগস্ট) প্রদেশের ডেমনেট শহরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আজিলাল প্রদেশে বাস উল্টে রোববার ২৪ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, মরক্কোর ভয়াবহ সড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি একটি।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডেমনেট শহরের সাপ্তাহিক বাজারে যাত্রী বহনকারী একটি মিনিবাস সড়কের বাঁকে উল্টে যায়। এতে এই প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
মরক্কো ও উত্তর আফ্রিকার অন্যান্য দেশের গ্রামাঞ্চলে যাতায়াতের জন্য ছোট কোচ ও মিনিবাস ব্যবহার করা হয়। সেগুলো সড়কে প্রায়ই এমন দুর্ঘটনার শিকার হয়।
গত মার্চ মাসে গ্রামীণ শহর ব্রাচুয়ায় মিনিবাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ১১ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন কৃষি শ্রমিক।