Home বিনোদন ‘ডন-৩’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে, আলোচনায় রণবীর

‘ডন-৩’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে, আলোচনায় রণবীর

SHARE

‘ডন-৩’ সিনেমায় এবার বলিউড বাদশা শাহরুখ খান নেই জেনে অনেকেই বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেছিলেন। কিন্তু এ সিনেমাকে ঘিরে উৎসাহের শেষ নেই বলিউড সিনেমাপ্রেমীদের মাঝে। তাতে এবার বাড়তি মাত্রা যোগ করল সিনেমার ফার্স্ট লুক।

সিনেমার জনপ্রিয় এ চরিত্রটিতে এবার অভিনয় করছেন রণবীর সিংহ। তাকে নিয়েই প্রকাশিত হয়েছে সিনেমার ফার্স্ট লুক, যা আগের থেকে আরও বেশি আধুনিক এবং আকর্ষণীয়। সবার মন জয় করেছে সিনেমার সংলাপও।

বুধবার (৯ আগস্ট) ‘ডন-৩’ সিনেমার প্রথম লুক প্রকাশ। এতে দেখা যায়, নির্জনতা এবং অন্ধকারে মোড়া বহুতল একটি ভবন। পিছন ঘুরে বসে রয়েছেন একজন। কাচের ওপারে মনোমুগ্ধকর শহরের দিকে নজর তার। ব্যাকগ্রাউন্ডে ভারী কণ্ঠে শোনা যাচ্ছে স্বগতোক্তি। আর ধীরে ধীরে আবছায়া চেহারার দিকে এগোচ্ছে ক্যামেরা।

তবে গোড়াতেই রণবীরের চেহারা প্রকাশ করেননি পরিচালক-প্রযোজক। রহস্য জিইয়ে রেখে, মেঝের এক কোণে টিমটিম করে সিগারেটের লাইটার জ্বলতে দেখিয়েছেন।

আবছায়া চেহারার মানুষটির কালো চশমার কাচে ফুটে ওঠে সামনে দিয়ে বেরিয়ে যাওয়া গুলিও। এরপর মেঝেতে পা ঠেকিয়ে জ্বলন্ত লাইটার হাতে তুলে নেন তিনি। ঠোঁটের কোণে ঝোলানো সিগারেট ধরাব। এরপর মুহূর্তের অন্ধকার, তারপরই সিগারেটের ধোঁয়া হাওয়া ওড়ানো রণবীরের মুখ সামনে আসে।

সিনেমার সংলাপেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ডনের চরিত্রে রণবীরের পরিচয় করানোর ক্ষেত্রে স্বগতোক্তির ব্যবহার করেছেন পরিচালক-প্রযোজক। তাতে রণবীরের কণ্ঠ কানে আসে। তাকে বলতে শোনা যায়, ‘সিংহের ঘুম কখন ভাঙবে, জানতে চাইছেন সকলে।

তাদের বলে দাও, আবার জেগে উঠেছি আমি। ফের সামনে এসে হাজির হব। আমার শক্তি কত, সাহস কত, আবার দেখাতে আসব। মৃত্যুর সঙ্গে খেলে বেড়ানোই জীবন আমার। জিতে যাওয়াই পেশা। তুমি আমার নাম জানো। এগারোটি মুলুকের পুলিশ আমাকে খুঁজছে। কিন্তু কে ধরতে পেরেছে। আমিই ডন।’

‘ডন-৩’ সিনেমার হাত ধরে আবারও পরিচালনায় ফিরছেন ফারহান আখতার। সিনেমাটি প্রযোজনা করছেন রিতেশ সিধওয়ানি। এর আগের দুই সিক্যুয়েলে শাহরুখ খান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন।

এবার তার জায়গায় রয়েছেন রণবীর। শাহরুখ না থাকায় প্রথমে আহত হয়েছিলেন তার অনুরাগীরা। কিন্তু সিনেমার প্রথম লুক দেখে রণবীরের প্রশংসা করছেন সবাই। অনেকেই বলছেন রণবীর শাহরুখকে হার মানিয়ে দেবেন।