Home বিনোদন আমাকেও সে আবেগ স্পর্শ করছে : আনিসুর রহমান মিলন

আমাকেও সে আবেগ স্পর্শ করছে : আনিসুর রহমান মিলন

SHARE

আনিসুর রহমান মিলনের সময়টা বেশ ভালো যাচ্ছে। শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘১৯৭১ : সেই সব দিন’। আবার আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে মাসুদ রানা সিরিজের সিনেমা ‘এম আর নাইন’।
এদিকে ‘১৯৭১ : সেই সব দিন’ সিনেমাটি ইতোমধ্যে ব্যাপক প্রশংসায় ভাসছে। আবেগে ভাসছেন দর্শক। এমন একটি সিনেমায় অভিনয় করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন মিলন।
মঙ্গলবার বিকেলে এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে মিলন বলেন, ‘এই সিনেমায় অনেকেই অভিনয় করেছে, তবে কেউই যেমন মুখ্য চরিত্রে নয়, আবার কেউই গৌণ চরিত্রে নয়, সবাই সমানভাবে অভিনয় করেছে এবং সকলের হৃদয়ে সমানভাবেই জায়গা পেয়েছে। সিনেমাটি নিয়ে অনেকের ফোন পেয়েছি। সবাই একই কথা বলছে।’
তিনি বলেন, ‘এমন একটি সিনেমায় অভিনয় করতে পেরে নিজেকে আনন্দিত করতে পেরেছি। গর্ববোধ করতে পারছি। সকলেই সিনেমাটি দেখছে আবেগে ভাসছে, আমাকেও সে আবেগ স্পর্শ করছে। সত্যিই খুবই চমৎকার একটি সিনেমা হয়েছে। সবারই দেখা উচিত।’

‘এম আর নাইন’ সিনেমায় কাজ করা প্রসঙ্গে মিলন বলেন, ‘এই সিনেমা নিয়েও বেশ উত্তেজনা কাজ করছে। কারণ এটি হলিউড মানের একটি সিনেমা। নিজের চরিত্রকেও বিশ্লেষণ করে দেখার সুযোগ পাচ্ছি।’
এদিকে বাংলাদেশের প্রথম কোনো অভিনেতা হিসেবে হলিউডের শিল্পীদের সংগঠন স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের (স্যাগ) সদস্য হয়েছেন আনিসুর রহমান মিলন। মিলন জানান, ২০২২ সালের মে মাসে তিনি স্যাগের সদস্য পদ পেয়েছেন।