Home বিনোদন জাহ্নবীর নজর এখন গ্ল্যামার আর কমিডি ছবিতে

জাহ্নবীর নজর এখন গ্ল্যামার আর কমিডি ছবিতে

SHARE

রোমান্টিক, বায়োপিক, হরর থেকে শুরু করে ঐতিহাসিক ঘটনানির্ভর গল্পে অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছেন জাহ্নবী কাপুর। এবার এই বলিউড তারকার নজর কমেডি ঘরানার ছবির দিকে।
তিনি চাইছেন গ্ল্যামারের পাশাপাশি হাস্যরসাত্মক গল্পের মধ্য দিয়ে নিজেকে পর্দায় তুলে ধরতে।
সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবিতে। যেখানে তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ, সোনাক্ষী সিনহার মতো জনপ্রিয় তারকারা।
জাহ্নবী বলেছেন, ‘কিছু কাজ দর্শকের কাছে অভিনেতা-অভিনেত্রীকে আলাদাভাবে তুলে ধরে। কমেডি গল্পের ছবি এর মধ্য অন্যতম। সে কারণেই এখন কমেডি ছবিতে আগ্রহী হয়েছি।’