যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ব্যবহৃত একটি এফ/এ-হর্নেট যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ক্যালিফোর্নিয়া রাজ্যের সান দিয়েগোতে স্থানীয় সময় বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বিমানটিতে শুধু একজন পাইলট ছিলেন।
নৌবাহিনীর বরাতে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটও নিহত হয়েছেন।
নর্থ ক্যারোলিনার চেরিপয়েন্টে অবস্থিত সেকেন্ড এয়ার মেরিন এয়ারক্রাফট এবং মেরিন কর্পস এয়ার স্টেশন এক বিবৃতিতে জানিয়েছে, বিমান বিধ্বস্তের পর ঘটনাস্থলে উদ্ধারকারী দলকে পাঠানো হয়। তারা ঘটনাস্থলেই পাইলটকে খুঁজে পান এবং নিশ্চিত করে তিনি নিহত হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ভারাক্রান্ত মন নিয়ে এই মেরিন সেনার পরিবারের প্রতি এমন কঠিন সময়ে আমরা সমবেদনা জানাচ্ছি।’
তবে এখন ওই পাইলটের পরিচয় প্রকাশ করা হবে না বলে জানিয়েছে মেরিন।
যেখানে দুর্ঘটনা ঘটেছে সেটি যুক্তরাষ্ট্রের সরকার এবং মেরিন কর্পসের মিরামার স্টেশনের মধ্যে অবস্থিত। দুর্ঘটনায় কোনো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।
এদিকে এফ/এ-হর্নেট যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের প্রথম যুদ্ধবিমান যেটি সবধরনের প্রতিকূল আবহাওয়ার মধ্যে চলাচল করতে পারে। বিমানটিকে ‘মেরিন কর্পসের কৌলশগত বিমান চলাচলের ওয়ার্কহর্স’ হিসেবে বিবেচনা করা হয়।
খবর সিএনএন