Home আন্তর্জাতিক ইউক্রেনে শান্তি অর্জনে অস্ত্রবিরতি যথেষ্ট নয় : ম্যাঁক্রো

ইউক্রেনে শান্তি অর্জনে অস্ত্রবিরতি যথেষ্ট নয় : ম্যাঁক্রো

SHARE

অস্ত্রবিরতি ঘোষণা এবং স্থিতাবস্থা বজায় রেখে ইউক্রেনে শান্তি অর্জন সম্ভব নয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এ কথা বলেন।
ফরাসি দূতাবাসদের বার্ষিক সম্মেলনে ম্যাক্রোঁ আরও বলেন, নিছক যুদ্ধবিরতির মাধ্যমে ইউক্রেনে শান্তি অর্জিত হতে পারে না যা স্থলে প্রকৃত অবস্থা নিশ্চিত করবে, সেক্ষেত্রে এর অর্থ হবে আরেকটি যুদ্ধের প্রস্তুতি। দরকার ইউক্রেনের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানের ভিত্তিতে একটি স্থায়ী শান্তি স্থাপন।

ফরাসি নেতা স্থায়ী শান্তির পথ প্রশস্ত করার প্রচেষ্টা জোরদার করতে কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্যারিস বৈঠকে ১৬০টি দেশে ফরাসি কূটনৈতিক মিশনের প্রধান এবং ১৫টি আর্ন্তজাতিক সংস্থায় দেশটির প্রতিনিধিরা একত্রিত হন।