Home খেলা মেসির অভিষেক গোলটি ‘বেস্ট গোল অব দ্য ম্যাচ ডে’ তালিকায়

মেসির অভিষেক গোলটি ‘বেস্ট গোল অব দ্য ম্যাচ ডে’ তালিকায়

SHARE

লিওনেল মেসির পায়ের জাদুতে বুঁদ হয়ে আছে গোটা যুক্তরাষ্ট্র। বিশ্বজয়ের পর মেজর লিগ সকারের ক্লাবটিতে যোগ দিয়েই অসাধ্য সাধন করেছেন তিনি। সেই সঙ্গে লিওর যাদুতে বদলে গেছে ইন্টার মিয়ামি। কোনো ইতিহাস বা ঐতিহ্য না থাকা ক্লাবটি এখন ফুটবল যাদুকরের কল্যাণে অংশ হয়ে উঠেছে ইতিহাসের।
প্রথমবারের মত ডেভিড বেকহামের দলকে নিয়ে গেছেন লিগস কাপের ফাইনালে। এমনকি আর্জেন্টাইন অধিনায়কের জাদুর স্পর্শে মিয়ামিতে যোগ দিয়ে মাত্র ৭ ম্যাচে জিতেন লিগস কাপের শিরোপা। যেটা কিনা ক্লাবটির ইতিহাসেরই প্রথম শিরোপা। এরপর ইউএস ওপেন কাপের ফাইনালেও পৌছেছে মিয়ামি।

এদিকে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। যেখানে তিনি গোল করেছেন ১১টি, দল জিতেছে সব ম্যাচ। দুর্দান্ত পারফরম্যান্সে দলকে প্রথম শিরোপা জয়ের স্বাদ ও আরেকটি শিরোপার কাছে নিয়ে যাবার পর, প্রথম ব্যক্তিগত পুরস্কার পাওয়ার সুযোগ পাচ্ছেন সাতবারের ব্যালন ডি অর জয়ী।

মেজর লিগ সকারের (এমএলএস) দুর্দান্ত অভিষেক গোলে পুরস্কার পাওয়ার সুযোগ মিলছে মেসির। নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে করা গোলটি ‘গোল অব দ্য ম্যাচ ডের’ তালিকায় জায়গা পেয়েছে। টানা ৮ ম্যাচ খেলার ধকল কমাতে তাঁকে ২–০ গোলের জয়ের দিন দ্বিতীয়ার্ধে বদলি নামিয়েছিলেন কোচ জেরার্দো মার্তিনো।
অপরদিকে মেসির সঙ্গে ‘বেস্ট গোল অব দ্য ম্যাচ ডের’ পুরস্কারে এমএলএসের আরও চারজনের গোল মনোনীত হয়েছে। বাকি চারজন হচ্ছেন আটালান্তা ইউনাইটেডের সাবা লবজানিদিজে ও জান্ডে সিলভা এবং স্পোর্টিং কানসাস সিটির এরিক টমি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকেরা ভোটের মাধ্যমে সেরা গোল নির্বাচন করবেন। পুরস্কারটি মেসি যে পাচ্ছেন তা একপ্রকার নিশ্চিত। কেননা এমএলএসের টুইটারে সেরা গোল নির্বাচনে মেসি এখনও পর্যন্ত পেয়েছেন ৮৯.৭ শতাংশ ভোট।