রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর পেসকভের একটি বিমানবন্দর ড্রোন হামলার শিকার হয়েছে। এতে অন্তত চারটি পরিবহন উড়োজাহাজে আগুন লেগে বড় ধরনের ক্ষতি হয়েছে। বুধবার লাটভিয়া ও এস্তোনিয়া সীমান্তবর্তী এলাকায় ঘটনাটি ঘটেছে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের প্রতিবেদনে জানা গেছে, বিমানবন্দরে ড্রোন হামলার সময় ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। পেসকভ শহরটি ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত।
রুশ প্রতিরক্ষা বাহিনী ড্রোন প্রতিহত করেছে বলে দাবি করেছেন আঞ্চলিক রুশ গভর্নর মিখাইল ভেদেরনিকভ। টেলিগ্রামে তার পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, অগ্নিকাণ্ড, বিস্ফোরণ ও সাইরেনের শব্দ পাওয়া যায়।
এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান ভেদেরনিকভ। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
সামাজিক মাধ্যমে ভিডিও ফুটেজে দেখা গেছে, অগ্নিকাণ্ডে কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে ছড়াচ্ছে। স্থানীয়রা বলেছেন, বিমানবন্দর ও আশপাশে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন তারা।
এ ঘটনায় ভনুকোভো বিমানবন্দর বুধবার সাময়িকভাবে বন্ধ করে দেয় রুশ কর্তৃপক্ষ। একাধিক সূত্র জানিয়েছে, ১০ থেকে ২০টি ড্রোন পেসকভ বিমানবন্দরের ঘাঁটিতে আক্রমণ চালায়। এ সময় রুশ সেনারা ছোট ছোট অস্ত্র ব্যবহার করে ড্রোন প্রতিহতের চেষ্টা করছিল।
এতে ইউক্রেন জড়িত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে এমন ঘটনা কয়েকগুণ বেড়েছে। যার জন্য কিয়েভকে দায়ী করছে ক্রেমলিন। সূত্র: আল জাজিরা