Home খেলা রোনালদোর জোড়া গোলে আল নাসরের বড় জয়

রোনালদোর জোড়া গোলে আল নাসরের বড় জয়

SHARE

সৌদি প্রো লিগে টানা দুই ম্যাচে জয় তুলে নিয়েছে আল নাসর। ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে আল শাবাবের বিপক্ষে ৪-০ ব্যবধানে জিতেছে তারা।
কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে এদিন শুরু থেকেই প্রকিপক্ষকে চাপে রাখে রোনালদোর দল। ১৩ মিনিটে পেনাল্টি আদায় করে নেয় তারা। স্পটকিক থেকে দলকে এগিয়ে দেন রোনালদো।

৩৮ মিনিটে আবারও পেনাল্টি পায় নাসর। সফল লক্ষ্য ভেদে জোড়া পূর্ণ করেন সিআর সেভেন। এর দুই মিনিট পর ব্যবধান ৩-০ করেন সাদিও মানে।
দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম তুলে দলকে ৪-০ গোলের জয় এনে দেন সুলতান আল ঘামান।
এ জয়ে ৪ ম্যাচের ৬ পয়েন্ট নিয়ে প্রো লিগের ৬ নম্বরে অবস্থান করছে আল নাসর।