Home জাতীয় ‘জওয়ান’র ট্রেলারে বহুরূপী শাহরুখ ঝড়

‘জওয়ান’র ট্রেলারে বহুরূপী শাহরুখ ঝড়

SHARE

দীর্ঘ বিরতির পর ‘পাঠান’ সিনেমা দিয়ে পর্দায় ফিরে ঝড় তোলেন শাহরুখ খান। অভিনেতার পরবর্তী সিনেমা ‘জওয়ান’ নিয়েও ব্যাপক উত্তেজনা বিরাজ করছে তার ভক্তদের মধ্যে। বলা চলে, সিনেমাটি দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছেন সিনেমাপ্রেমীরা। এবার ‘জওয়ান’র ট্রেলারে ফের ঝড় তুলেছেন শাহরুখ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে মুক্তি পেয়েছে অ্যাটলি নির্মিত ‘জওয়ান’ সিনেমার ট্রেইলার। ২ মিনিট ৪৫ সেকেন্ডে বহরূপী শাহরুখ যেন ঝড় তুলেছেন তার ভক্তদের মনে।

ট্রেইলারের ২০ সেকেন্ডে দেখা যায়, এক দুষ্কৃতিকারী (যে কি না একসময় সে সেনা সদস্য ছিল) মেট্রোরেল হাইজ্যাক করেছে। এই ব্যক্তি আর কেউ নন, স্বয়ং শাহরুখ খান। পুলিশের পক্ষ থেকে তার কাছে প্রশ্ন রাখা হয়— ‘তোমার কী চাই?

জবাবে তিনি বলেন, আলিয়া ভাট। এই হাইজ্যাকারের ভক্ত সবাই, সুনীল গ্রোভার এমনটাই জানান অফিসার নয়নতারাকে।

ট্রেইলারে কুস্তির ম্যাচে শাহরুখকে হারিয়ে দেন দীপিকা পাড়ুকোন। অন্যদিকে সিনেমাটির মূল ভিলেন বিজয় সেতুপাতি। একাধিক লুকে হাজির হয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। পুরো ট্রেইলার জুড়েই রয়েছে ভরপুর অ্যাকশন।

এর আগে, ‘জওয়ান’ সিনেমার প্রিভিউ-তে মুখে জড়ানো ব্যান্ডেজ ছিড়ে ন্যাড়া মাথার অচেনা শাহরুখ সামনে এসেছিলেন। ঘোষণা করেছিলেন, আমি যখন ভিলেন হই, তখন কোনো হিরো আমার সামনে দাঁড়াতে পারে না।

এরপর থেকেই উত্তেজনার পারদ বৃদ্ধি পায় সিনেমাপ্রেমীদের। এবার ‘জওয়ান’ সিনেমার ট্রেইলার শাহরুখ ভক্তদের সেই উন্মাদনা যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে।

প্রসঙ্গত, আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ অভিনীত ‘জওয়ান’। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।