Home খেলা দারুণ প্রত্যাবর্তনে জয় জোকোভিচের

দারুণ প্রত্যাবর্তনে জয় জোকোভিচের

SHARE

স্বদেশী লাসলো জেরের কাছে কাছে প্রথম দুই সেটে হেরে অঘটনের শিকার হতে চলেছিলেন নোভাক জোকোভিচ। পরের দুই সেটে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে লড়াইয়ে ফেরেন রেকর্ড ২৩ বারের গ্র্যান্ড স্লাম জয়ী সার্বিয়ান তারকা। শেষ পর্যন্ত সাড়ে তিন ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াই শেষে জোকোভিচ জয় নিয়েই কোর্ট ছাড়েন।
আর্থার অ্যাশে স্টেডিয়ামে শুক্রবার ম্যাচটি শুরু হলেও তা শনিবার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে শেষ হয়। প্রথম দুই সেট ৬-৪ ব্যবধানে হেরে বিদায়ের শঙ্কায় পড়েন জোকো। তৃতীয় ও চতুর্থ সেটে ৬-১ ব্যবধানে জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ান ৩৬ বর্ষী তারকা। শেষ সেটে এক পর্যায়ে প্রতিরোধের মুখে পড়লেও ৬-৩ ব্যবধানে জেতেন জোকোভিচ।

মেয়েদের এককে অঘটনের শিকার হয়েছেন র‍্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা কাজাখস্তানের এলেনা রাইবাকিনা। রোমানিয়ার সোরানা সার্স্টিয়ার বিপক্ষে প্রথম সেটে ৬-৩ ব্যবধানে হারের পর দ্বিতীয় সেটে ৭-৬ (৮-৬) ব্যবধানে জয় পান। তৃতীয় সেটে ৬-৪ ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নেন।
আরেক খেলায় স্লোভেনিয়ার কাজা জুভানকে ৬-০ ও ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষ বাছাই ইগা সুয়েটেক। বেলজিয়ামের এলিস মার্টেনসকে ২-১ সেটে হারিয়ে পরের রাউন্ডে পা দেন ষষ্ট বাছাই যুক্তরাষ্ট্রের কোকো গাফ।