Home খেলা আজ রাতে পাকিস্তান যাচ্ছেন লিটন

আজ রাতে পাকিস্তান যাচ্ছেন লিটন

SHARE

এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। সুপার ফোরের ম্যাচগুলোতে অংশগ্রহণ করতে রাতে পাকিস্তান যাচ্ছেন ওপেনার লিটন কুমার দাস। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির এক অফিসিয়াল।
আজ সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশ্য উড়াল দেবেন লিটন। সেখান থেকে দলের সঙ্গে যোগ দেবেন এই ব্যাটসম্যান। এর আগে এশিয় কাপের স্কোয়াডে ত্থাকলেও ডেঙ্গু জ্বরের কারণে দলের সঙ্গে যেতে পারেননি তিনি।

জ্বর কমলেও শারিরীক দুর্বলতা থেকে যায় লিটনের। ফলে পূর্ণ ফিট না হওয়ায় গ্রুপ পর্বের ম্যাচগুলোতে তাকে পায়নি বাংলাদেশ। তার জায়গায় উড়িয়ে নেওয়া হয়েছিল আরেক ওপেনার এনামুল হক বিজয়কে। যদি বিজয়কে নামানো হয়নি।
লিটনকে ছাড়া খেলতে নেমে আসরের শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ হেরে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে সুপার ফোরে পা রাখে সাকিব আল হাসানের দল। সব ঠিকঠাক থাকলেও সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।