Home জাতীয় বাইরের কোনো চাপ অনুভব করছি না : আইজিপি

বাইরের কোনো চাপ অনুভব করছি না : আইজিপি

SHARE

বাইরের কোনো চাপ অনুভব করছেন না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মো. আব্দুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনে এসে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ইলেকশনের সময় নির্বাচন কমিশনের অধীনে আমরা আমাদের দায়িত্ব পালন করব।
আইজিপি বলেন, এক সময় এই দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ছিল। পুলিশের প্রচেষ্টায় এখন দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন যাবত এই দেশে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব পালন করে আসছে।
আমি বিশ্বাস করি আমাদের যে ক্যাপাসিটি আছে এটা দিয়ে আগামী নির্বাচনের মাঠে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সক্ষম হব।