Home আন্তর্জাতিক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একসঙ্গে রুশ-মার্কিন নভোচারী

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একসঙ্গে রুশ-মার্কিন নভোচারী

SHARE

ইউক্রেন ইস্যুতে দ্বন্দ্বের মধ্যেই একসঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখলেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তিন মহাকাশচারী। তিন মহাকাশচারীর দুজন রাশিয়ার ও একজন যুক্তরাষ্ট্রের।

শুক্রবার রোসকসমস মহাকাশচারী ওলেগ কোননেনকো ও নিকোলাই শুব এবং নাসার মহাকাশচারী লোরাল ও’হারা কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে সয়ুজ এমএস-২৪ মহাকাশযানে উঠেছিলেন।

রুশ মহাকাশ সংস্থা জানিয়েছে, তিন ঘণ্টা যাত্রার পর তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায়।

অরবিটিং স্টেশনে তারা আরও তিনজন রুশ, দুজন আমেরিকান, একজন জাপানি মহাকাশচারী এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার একজন প্রতিনিধির সাথে যোগ দেবেন।

গত মাসে রাশিয়ার প্রায় ৫০ বছরের মধ্যে প্রথম ব্যর্থ চন্দ্র অভিযানের পর মহাকাশচারীরা স্পেস স্টেশনে গেলেন।

মস্কো গত বছর ইউক্রেনে হামলা করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কে আরও অবনতি হয়। তবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন দেশ দুটির বিরল সহযোগিতার একটি ক্ষেত্র।

যাত্রা শুরুর আগে বৃহস্পতিবার কোননেনকো সংবাদ সম্মেলনে বলেছিলেন— মহাকাশে পরিস্থিতি পৃথিবীর মতো না, সেখানে মহাকাশচারীরা একে অপরের খেয়াল রাখেন।