Home খেলা ওয়ানডে বিশ্বকাপের ‘থিম সং’ প্রকাশ্যে

ওয়ানডে বিশ্বকাপের ‘থিম সং’ প্রকাশ্যে

SHARE

ভারতের মাটিতে হতে চলা বিশ্বকাপ শুরু হতে বাকি দুই সপ্তাহের কিছু বেশি সময়। এর মধ্যেই ক্রিকেট বিশ্বে ছড়িয়ে পড়েছে উন্মাদনা। ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরকে সামনে রেখে অফিশিয়াল থিম সং প্রকাশ করেছে আইসিসি।
আজ বুধবার বাংলাদেশ সময়ে দুপুর ১২টায় সামাজিক যোগাযো মাধ্যমে মুক্তি পেয়েছে গানের ভিডিও। হিন্দি ভাষার গানটির নামকরণ করা হয়েছে ‘দিল জশন বলে’। যার বাংলা অর্থ দাঁড়ায় ‘হৃদয় উদযাপনের কথা বলে’।

৩ মিনিট ২১ সেকেন্ডের গানের সুর করেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক প্রিতম। তাতে পারফর্ম করেছেন বলিউড সুপারস্টার রনবীর সিং। থিম সংয়ের সঙ্গে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নানা আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আগামী ৫ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের আগের দিন বিশ্বকাপ ট্রফির সঙ্গে অধিনায়কদের ফটোসেশন করবে আইসিসি। উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশের ১০ অধিনায়ককে নিয়েও রাখা হয়েছে বিশেষ আয়োজন।