Home খেলা বিপিএলের ড্রাফটে ২০৩ দেশি ক্রিকেটার, তালিকায় আছেন যারা

বিপিএলের ড্রাফটে ২০৩ দেশি ক্রিকেটার, তালিকায় আছেন যারা

SHARE

বিপিএলে প্লেয়ার্স ড্রাফট আগামী ২৪ সেপ্টেম্বর। ড্রাফটে সর্বোচ্চ ৮০ লাখ টাকা পারিশ্রমিক পাবেন ‘এ’ ক্যাটেগরিতে থাকা অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। সর্বনিম্ন ৫ লাখ টাকা পাবেন ‘জি’ ক্যাটেগরির খেলোয়াড়রা। প্লেয়ার্স ড্রাফটের তালিকায় মোট ২০৩ জন দেশি ক্রিকেটার আছেন।

সাতটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। ‘এ’ ক্যাটেগরির একমাত্র খেলোয়াড় মুশফিকুর রহিম। ‘বি’ ক্যাটেগরিতে আছেন চার জন ক্রিকেটার। তারা হলেন আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, ইমরুল কায়েস ও রনি তালুকদার। তাদের পারিশ্রমিক ৫০ লাখ টাকা। ‘সি’ ক্যাটেগরিতে আছেন ১৮ ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ৩০ লাখ টাকা। ‘ডি’ ক্যাটেগরিতে আছেন ৩১ জন।

‘ই’ ক্যাটেগরিতে আছেন সর্বাধিক ৭৫ ক্রিকেটার। ক্যাটেগরি ‘এফ’ এ আছেন ২৯ ক্রিকেটার যাদের পারিশ্রমিক দশ লাখ টাকা। সর্বনিম্ন ‘জি’ ক্যাটেগরিতে আছেন ৪৫ ক্রিকেটার। বিপিএলের দশম আসর শুরু হবে আগামী জানুয়ারিতে।

একনজরে প্রতিটি ক্যাটাগরির খেলোয়াড়েরা :

‘এ’ ক্যাটেগরি : মুশফিকুর রহিম।

‘বি’ ক্যাটেগরি : আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, ইমরুল কায়েস ও রনি তালুকদার।

‘সি’ ক্যাটেগরি : ইরফান শুক্কুর, জাকের আলী, মোহাম্মদ সাইফুদ্দিন, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, সাইফ হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আল-আমিন হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, শামীম হোসেন পাটোয়ারী, নাঈম হাসান, নাঈম শেখ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, রাকিবুল হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইয়াসির আলী।

‘ডি’ ক্যাটেগরি : অলক কাপালি, আবু জায়েদ রাহি, আবু হায়দার রনি, আরিফুল হক, আকবর আলী, আলাউদ্দিন বাবু, এনামুল হক জুনিয়র, ফজলে মাহমুদ, ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দিকি, জহুরুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ সৈকত আলী, শফিউল ইসলাম, মাহিদুল অঙ্কন, মার্শাল আইয়ুব, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, নাদিফ চৌধুরী, নাঈম ইসলাম, রেজাউর রহমান, রবিউল হক, রিপন মন্ডল, সৌম্য সরকার, শামসুর রহমান, সোহাগ গাজী, শফিকুল ইসলাম, সানজামুল ইসলাম, সাদমান ইসলাম, সুমন খান, তানজিদ হাসান তামিম।

‘ই’ ক্যাটেগরি : আনিসুল ইসলাম ইমন, অমিত হাসান, আব্দুল হালিম, আমিনুল ইসলাম বিপ্লব, আসিফ হাসান, আবু সায়েম, এনামুল হক জুনিয়র, আলিস আল-ইসলাম, একেএস স্বাধীন, আব্দুল্লাহ আল মামুন, অমিত মজুমদার, আসাদুজ্জামান পায়েল, ফরহাদ হোসেন, ফারদিন হোসেন অনি, হাবিবুর রহমান সোহান, ইমরানুজ্জামান, জাবিদ হোসেন, জুবায়ের হোসেন লিখন, জাহিদ জাভেদ, জসিমউদদীন, জাওয়াদ রোয়েন, কাজী অনিক, মোহাম্মদ আশরাফুল, মাহমুদুল হাসান, আব্দুল মজিদ, মুনিম শাহরিয়ার, মিজানুর রহমান, এনামুল হক, মনির হোসেন, তানভীর হায়দার, মোহাম্মদ ইলিয়াস, আল-আমিন জুনিয়র, মেহেদী মারুফ, মোহর শেখ, মোহাম্মদ শরিফউল্লাহ, মাইশুকুর রহমান, হাসান মুরাদ, মাসুম খান, নাঈম ইসলাম, মুশফিক হাসান, মাহফিজুল ইসলাম, মহিউদ্দিন তারেক, মানিক খান, মোহাম্মদ আশিকুজ্জামান, মঈন খান, নোমান চৌধুরী, নুর হোসেন, নাহিদ রানা, প্রিতম কুমার, পারভেজ হোসেন ইমন, পিনাক ঘোষ, সাব্বির রহমান, সঞ্জিত সাহা, সাকলাইন সজীব, সোহরাওয়ার্দী শুভ, সালমান হোসেন, সালাউদ্দীন শাকিল, শামসুল ইসলাম, সাজ্জাদুল হক, সাজ্জাদ হোসেন, শাহনুর রহমান, সায়েম আলম, সাব্বির হোসেন, শাহাদাত হোসেন দিপু, রাকিবুল হাসান, রিশাদ হোসেন, নাবিল সামাদ, রুয়েল মিয়া, রাহাতুল ফেরদৌস, রবিউল ইসলাম রবি, রায়হান উদ্দিন, তৌহিদ তারেক, তাইবুর পারভেজ, জাহিদুজ্জামান খান।

‘এফ’ ক্যাটেগরি : আজমির আহমেদ, সাদিকুর রহমান, আলি আহমেদ, অভিষেক মিত্র, আব্দুর রশিদ, আইচ মোল্লা, দেলোয়ার হোসেন, ইফতেখার সাজ্জাদ, ইসলামুল আহসান, জনি তালুকদার, হাসানুজ্জামান, ইরফান হোসেন, তাসামুল হক, মোহাম্মদ আজিম, সাকিল আহমেদ, মোহাইমিনুল খান, মিনহাজুল আবেদীন আফ্রিদি, মঈনুল ইসলাম, মামুন হোসেন, নুরুজ্জামান, মামুন হোসেন, মঈনুল সোহেল, শাহীন আলম, রাফসান আল মাহমুদ, রায়ান রাফসান রহমান, শেহনাজ আহমেদ, শাহবাজ চৌহান, ইয়াসির আরাফাত, টিপু সুলতান, তৌফিক খান তুষার।

‘জি’ ক্যাটেগরি : আসাদুল্লাহ গালিব, আহমেদ আব্দুল হক, আব্দুর রহমান, আল-আমিন রাজু, একেএম হুসনে হাবিব, আশিকুর রহমান, আশিকুল ইসলাম, আমিনুর রহমান, বিশ্বনাথ হালদার, গাজী তাহজিবুল ইসলাম, হাবিবুর রহমান, হোসেন আলি, ইমরান আলি, জয়রাজ শেখ, জয়নুল ইসলাম, কাজী কামরুল ইসলাম, জাকিরুল ইসলাম, মেহরাব হোসেন, রনি হোসেন, মাহবুবুল আলম, খালিদ হাসান, মাহরাজ মাহবুব, জিশান আলম, সোহেল রানা, নবিন ইসলাম, নাহিদ হাসান, মেহেদী হাসান, নাইমুর রহমান, নাকিব রেজওয়ান, হৃদয় ইসলাম, সুজন হাওলাদার, শফিউল হায়াত, শাহনুর রহমান, শাখাওয়াত হোসেন, শামসুক ইসলাম, শুভাশীষ রায়, এসএম মেহরব হাসান, শাহরিয়ার আলম, শোভন মোড়ল, আবদুল্লাহ আল মামুন, শাহরিয়ার কমল, সন্দীপ বাবু, তুষার মিয়া, তৌফিক আহমেদ।