Home বিনোদন পরিণীতি-রাঘবের রাজকীয় বিয়ে

পরিণীতি-রাঘবের রাজকীয় বিয়ে

SHARE

নানা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তার হবু বর রাঘব চাড্ডা আম আদমি পার্টির নেতা ও সংসদ সদস্য। রবিবার (২৪ সেপ্টেম্বর) রাজস্থানের উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে উদয়পুরের উদ্দেশে দিল্লি ছাড়েন পরিণীতি-রাঘব।
২৪ সেপ্টেম্বর উদয়পুরের হোটেল লীলা প্যালেসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পুরোদমে চলছে রাজকীয় প্রস্তুতি। রাঘব বরযাত্রী নিয়ে সজ্জিত একটি নৌকায় দ্য লীলা প্যালেসে পৌঁছাবেন। বিয়েকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

বিয়ের ভেন্যুতে ১০০ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। হোটেল লীলার পাশে অবস্থিত পিচোলা লেক। এ লেকের মাঝখানে বিয়ের মঞ্চ তৈরি করা হয়েছে। এর চারপাশে পাঁচটি নৌকায় থাকবেন নিরাপত্তারক্ষীরা।