যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রেলপথের ট্র্যাক অতিক্রমের সময় ট্রেনের ধাক্কায় এসইউভিতে (প্রাইভেটকার) থাকা ৩ শিশুসহ ৬ জন নিহত হয়েছেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফ্লোরিডার হিলসবরো কাউন্টিতে এই ঘটনা ঘটে।
শনিবার একটি সংবাদ সম্মেলনে হিলসবারো কাউন্টি শেরিফ চ্যাড ক্রোনিস্টার বলেন, এসইউভি গাড়িটি সাতজনকে নিয়ে কুইন্সিয়ার একটি পার্টিতে যাচ্ছিল। এ সময় ঘণ্টায় ৫৫ মাইল গতিতে চলা মালবাহী ট্রেনের ধাক্কায় এইউভিটি কোমল পানীয়ের ক্যানের মতো ভেঙে গেছে।
ট্রেনের সামনে লাগানো ক্যামেরার ভিডিও ফুটেজের উদ্বৃতি দিয়ে শেরিফ বলেন, এসইউভির ড্রাইভার আশপাশে না দেখে ড্রাইভ করছিলেন। ক্রসিং পর্যন্ত পৌঁছানো গাড়িটি ধীর গতিতে চলছিল।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর দ্রুত গাড়িটির সামনের সিটে থাক এক যাত্রী ও চালককে উদ্ধার করা হয়। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।