Home খেলা পিছিয়ে পড়েও আল নাসরের জয়

পিছিয়ে পড়েও আল নাসরের জয়

SHARE

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্রথমে পিছিয়ে পড়েও তাজিকিস্তানের ক্লাব এফসি ইস্কিকলকে ৩-১ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর।
কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে খেলা শুরুর দিকে সুবিধা করতে পারেনি সৌদি আরবের দলটি। মাঝমাঠের দখল নিলেও আক্রমণে পিছিয়ে থাকতে হয় তাদের।
বেশ কয়েকটি সুযোগ তৈরি করে প্রথমার্ধ শেষের ১ মিনিট আগে গোয় পায় ইস্কিকলল।
বিরতির পর খেলায় ফিরতে মরিয়া চেষ্টার চালিয়ে ৬৬ মিনিটে সফল হয় আল নাসর। দলকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো।
এরপর আরও দুইবার জালের দেখা পায় আল নাসর। দুটি গোলই করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার তালিস্কা। এতে ৩-১ গোলের বড় জয় নিশ্চিত হয় সৌদি ক্লাবটির।