Home খেলা পিছিয়ে পড়েও দারুণ জয় রিয়ালের

পিছিয়ে পড়েও দারুণ জয় রিয়ালের

SHARE

ঐতিহ্যগতভাবে ঘুরে দাঁড়াতে পটু রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে বিষয়টা আরও বেশি প্রতিষ্ঠিত। গতরাতেই যেমন গ্রুপ পর্বে নাপোলির বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোস।
১৯ মিনিটে ইতালিয়ান ক্লাবটিকে এগিয়ে দিয়েছিলেন লেও ওস্তিগার্ড। ২৭ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোল সমতা ফেরায় রিয়ালকে। তার আগে অবশ্য বলটা আয়ত্ত্বে এনে দিয়েছিলেন বেলিংহাম। ৩৪ মিনিটে ব্যবধান ২-১ করে ছাড়েন ইংলিশ মিডফিল্ডার। দর্শনীয় চেষ্টায় নাপোলির তিন ডিফেন্ডারকে কাটিয়ে বেলিংহাম এনে দেন দ্বিতীয় গোল।

দ্বিতীয়ার্ধে নাটকীয়তা জমে ছিল আরও। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফিরিয়েছিল নাপোলি। তবে রেফারির এই সিদ্ধান্ত নিয়ে মোটেও খুশি ছিল না রিয়াল মাদ্রিদ।
দুর্ভাগ্যজনকভাবে ৭৮ মিনিটে তাদের গোলকিপার অ্যালেক্স মেরেটের আত্মঘাতী গোলে ম্যাচের ভাগ্য হেলে পড়ে রিয়ালের দিকে। ফেডেরিকো ভালভারদে লং রেঞ্জে অসাধারণ শট নিয়েছিলেন। সেটি প্রথমে ক্রসবারে আঘাত করেছিল। কিন্তু সঙ্গে সঙ্গে লাফিয়ে ওঠা নাপোলি গোলকিপারের মাথার পেছনের লেগে বল আবার চলে যায় নিজেদের জালে!
শেষ মুহূর্তে অবশ্য নড়বড়ে পরিস্থিতির জন্মও নিয়েছিল। বিশেষ করে ভিনিসিয়ুস ও বেলিংহাম স্বাগতিকদের রক্ষণে ত্রাস ছড়াচ্ছিলেন বার বার। শুরুর দিকেও গোল করার সুযোগ ছিল দুজনের। ‘সি’ গ্রুপে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। ৩ পয়েন্ট নিয়ে তার পরেই আছে নাপোলি।