ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনা। আগামীকাল থেকে মাঠে গড়াবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০২৩ এর ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। এর আগে আজ আয়োজিত হয়েছে ক্যাপ্টেনস ডে যাতে অংশ নিয়েছেন দশ দলের অধিনায়কেরা।
ইতিহাসে প্রথমবারের মতো এবারের বিশ্বকাপে আয়োজিত হচ্ছে না কোন ধরনের উদ্বোধনী অনুষ্ঠান। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের আগে একটি অনুষ্ঠান করতে চায় বিসিসিআই। এছাড়াও বিশ্বকাপে সমাপনী অনুষ্ঠান বড় পরিসরে আয়োজনের কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আহমেদাবাদের এই নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এর আগে আজ ফটোসেশন থেকে ধরে কুশলাদি বিনিময় করেছেন সাকিব আল হাসান-জস বাটলার, রোহিত শর্মারা।
সেখানে বিশ্বকাপ নিয়ে নিজের মত প্রকাশ করে সাকিব বলেন, ‘আমার মনে হয় আমরা ভালোভাবে প্রস্তুত। ২০১৯ বিশ্বকাপের পর থেকে সর্বশেষ ৪ বছরে, আমরা বাছাই পর্বের (ওয়ানডে সুপার লিগ) পয়েন্ট সিস্টেমে তৃতীয় বা চতুর্থ ছিলাম (তৃতীয়)। দল হিসেবে আমরা বেশ ভালো করেছি। এখন আমাদের সময় এসেছে বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর। আমার মনে হয়, আমরা আগে যা করেছি দেশের মানুষ তার চেয়ে বেশি কিছু প্রত্যাশা করছে। ’
টাইগার অধিনায়ক আরো বলেন, ‘আমার মনে হয় ভালো করতে এটা আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে। ব্যক্তিগতভাবে আমি কখনোই পরিসংখ্যান দেখিনি। আমি সব সময় দলের জন্য অবদান রেখেছি। আমার কাছে দলই আগে। পুরো ক্যারিয়ারে এটাই আমার নীতি। ’