Home খেলা পাকিস্তানের বিপক্ষে চমক দেখাতে চায় নেদারল্যান্ডস

পাকিস্তানের বিপক্ষে চমক দেখাতে চায় নেদারল্যান্ডস

SHARE

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে এশিয়ার ক্রিকেট পরাশক্তি পাকিস্তান। ডাচদের থেকে সব দিক থেকে এগিয়ে থাকলেও মাঠে নামার আগে সতর্ক বাবর আজমরা। তবে দুর্দান্ত নৈপূণ্যে বাছাই পর্ব পেরিয়ে আসা নেদারল্যান্ডস মূল পর্বেও চমক দেখাতে চায়।
হায়দ্রাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শুক্রবার দুপুর ২টায়।

বিরানব্বইয়ে ইমরান খানের হাত ধরে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। এরপর কেটে গেছে ৩১ বছর। খুব কাছে গেলেও দ্বিতীয়বার ট্রফি ছুয়ে দেখতে পারেননি ওয়াসিম আকরাম-মঈন খান-শোয়েব আখতারদের কেউই।