ভারতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ৪০ কূটনীতিককে সরিয়ে নিয়েছে কানাডা। শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের জের ধরে ভারত-কানাডার কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। অটোয়াকে ১০ অক্টোবরের মধ্যে কূটনীতিক সরাতে সময় বেঁধে দিয়েছিল দিল্লি।
কানাডা এরই মধ্যে ভারতে কর্মরত বেশ কিছু কূটনীতিককে সরিয়ে মালয়েশিয়া বা সিঙ্গাপুরে নিয়েছে। কানাডার বেসরকারি সংবাদমাধ্যম সিটিভি শুক্রবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্প্রতি কানাডিয়ান শিখ নেতা হারদীপ সিং নিজ্জারকে হত্যায় ভারতের জড়িত থাকার অভিযোগ করেন। এরপরই দুই দেশের মধ্যে সম্পর্কে অবনতি হয়। কূটনীতিক বিরোধের মধ্যে এই সপ্তাহের শুরুতে ভারত কানাডাকে ৪০ জন কূটনীতিককে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।
এ বিষয়ে ভারতে পরারাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, কানাডায় ভারতের শক্তির তুলনায় ভারতে কানাডার কূটনৈতিক উপস্থিতি অনেক বেশি। আমাদের প্রধান লক্ষ্য, কূটনৈতিক শক্তিতে সমতা নিশ্চিত করা। ভারত এ বিষয়ে তার অবস্থান পাল্টাবে না।
তিনি বলেন, কানাডায় ভারতের শক্তির তুলনায় ভারতে কানাডার কূটনৈতিক উপস্থিতি অনেক বেশি, তাই ধারণা করা হচ্ছে সেখানে কমানো হবে। আমাদের ফোকাস কূটনৈতিক শক্তিতে সমতা নিশ্চিত করার দিকে।
জানা গেছে, ভারতে কানাডিয়ান কূটনীতিকের সংখ্যা প্রায় ৬০ এবং নয়াদিল্লি চায় অটোয়া যেন কমপক্ষে তিন ডজন কমিয়ে আনে।
এর আগে নিজ্জার হত্যায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে ভারত। এ ছাড়া ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কার করার জবাবে ভারতও কানাডার এক কূটনীতিককে বহিষ্কার করে।