Home জাতীয় মিরাজ-নাজমুলের জুটিতে এগোচ্ছে বাংলাদেশ

মিরাজ-নাজমুলের জুটিতে এগোচ্ছে বাংলাদেশ

SHARE

দ্রুত দুই উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। এই দুজনের ব্যাটে ভর করে দলীয় অর্ধধতক পার করেছে বাংলাদেশ।এর আগের পাওয়ারপ্লেতে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করে সাকিব আল হাসানের দল। মিরাজ ৫০ বলে ৪৫ ও নাজমুল ৪১ বলে ২৫ রান নিয়ে ব্যাট করছেন।
আফগানিস্তানের দেয়া ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি দুই টাইগার ওপেনার তানজিদ তামিম এবং লিটন দাস। দলীয় ১৯ রানেই রান আউটের শিকার হয়ে ফিরে যেতে হয় তামিমকে। এরপর ক্রিজে লিটনের সঙ্গী হন মেহেদী মিরাজ।

তবে মিরাজের সঙ্গে বাংলাদেশের ইনিংসকে টেনে নিয়ে যেতে পারেননি লিটন। সপ্তম ওভারে ফজল হক ফারুকির বলে বোল্ড হয়ে ১৮ বলে ১৩ রান করেই সাজঘরে ফিরেছেন লিটন। দলীয় ২৭ রানে দুই উইকেট হারালেও চাপে পড়েনি টাইগাররা।