Home খেলা টানা দ্বিতীয় জয়ের দেখা পেল চেলসি

টানা দ্বিতীয় জয়ের দেখা পেল চেলসি

SHARE

কয়েক বছর আগের চ্যাম্পিয়ন দল চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগে এখন নিজেকে হারিয়ে খুঁজছে। প্রতিনিয়ত নিচের দিকে নামছে। এরই মাঝে সাবেক চ্যাম্পিয়ন দলটি টানা দুই ম্যাচ জয়ের কীর্তি গড়েছে। শনিবার রাতে অ্যাওয়ে ম্যাচে বার্নলিকে ৪-১ গোলে হারিয়েছে। গত মার্চের পর প্রথমবারের মতো দলটি টানা দুই ম্যাচ জিতল।
বড় ব্যবধানে ম্যাচ জিতলেও আরও একটা হারের শঙ্কা ঠিকই চেপে ধরেছিল চেলসিকে। ম্যাচে গোলটা আগে করেছিল বার্নলি। ১৫ মিনিটের সময় উইলসন ওডোবার্টের গোল থেকে বার্নলি এগিয়ে গিয়েছিল। এ ম্যাচের আগে নিজেদের মাঠে টানা চার ম্যাচ হেরেছে বার্নলি। ফলে এ গোলে সেই হারের একটা বিরতির স্বপ্ন দেখছিল তারা। অন্যদিকে আরো একটা হারের শঙ্কায় পেয়ে বসেছিল চেলসিকে। কেননা গত ১৯ ম্যাচে আগে গোল হজমের পর হার এড়াতে পারেনি সাবেক চ্যাম্পিয়নরা।

অবশেষে আত্মঘাতী গোলে হার এড়ানোর পথের সন্ধান পায় চেলসি। বিরতির তিন মিনিট আগে আমিন আল দাখিলের আত্মঘাতী গোলে সমতায় ফেরে ব্লুজরা। এ গোল আত্মবিশ্বাসী করে তোলে চেলসিকে। তারই সুবাদে দ্বিতীয়ার্ধে একের পর এক গোল আদায় করে নেয় দলটি। ৫০ মিনিটে কোল পালমার পেনাল্টি থেকে চেলসিকে এগিয়ে নেন। ৬৫ মিনিটে রহিম স্টারলিং স্কোরশিটে নাম লেখান। ৭৪ মিনিটে তাদের সঙ্গে যোগ দেন নিকোলাস জ্যাকসন।
এ জয়ের ফলে ৮ ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে চেলসি ১১তম স্থানে উঠে এসেছে। ৮ ম্যাচে তাদের তিন জয় ও তিন হার। দুই ম্যাচে ড্র করেছে। এক পয়েন্ট বেশি নিয়ে ঠিক তাদের উপরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৮ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে বার্নলি রয়েছে নিচের দিক থেকে তৃতীয় স্থানে।