Home বিনোদন ‘দরদ’ সিনেমায় শাকিবের সঙ্গে জেসিয়া

‘দরদ’ সিনেমায় শাকিবের সঙ্গে জেসিয়া

SHARE

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমা আগামী বছর ২ ফেব্রুয়ারি মুক্তি পাবে। নতুন এই সিনেমার শুটিং শুরুর আগেই সম্প্রতি মুক্তির তারিখ জানালেন সিনেমার পরিচালক। এই সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে বলিউডের সোনাল চৌহানকে। এ ছাড়াও বাংলাদেশ ও কলকাতার একঝাঁক শিল্পী কাজ করছেন বলে জানা গেছে।
তবে নতুন খবর হলো, এই সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ বিজয়ী জেসিয়া ইসলাম।
একজন অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে তাকে। গতকাল বুধবার সকালে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
বুধবার বিকেলে গণমাধ্যমে জেসিয়া বলেন, ‘এক সপ্তাহ আগে থেকে চরিত্রটি নিয়ে কথা হচ্ছিল। ছবিতে আমি একজন অতিথি শিল্পী হিসেবে কাজ করব। তবে চরিত্রটির গল্প শুনে আমার কাছে মনে হয়েছে, এই ছবিতে চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। ফলে কাজটি করতে রাজি হয়েছি আমি। ’
জেসিয়া আরও বলেন, ‘এই ছবিতে শাকিব খান থেকে শুরু করে বলিউড ও টালিউডের শিল্পীরা কাজ করছেন। তিন ইন্ডাস্ট্রি মিলে ছবিটি তৈরি হচ্ছে। অনেক বড় ক্যানভাসে, বাংলাদেশ–ভারত মিলে ছয়টি ভাষায় তৈরি হবে ছবিটি। সুতরাং একটি বড় রকমের অভিজ্ঞতা হবে। ভারতের শিল্পীদের সঙ্গে কাজের আদান–প্রদান হবে। যেহেতু আমি সিনেমাতে নিয়মিত কাজ করতে চাই। পরবর্তী ছবিগুলোতে কাজে আসবে। তাই সুযোগটি এখানে নিয়েছি আমি। ’
সিনেমার অন্যতম পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, ভারতে ২৫ অক্টোবর থেকে জেসিয়ার অংশের শুটিং শুরু হবে। ১০ দিন হবে তাঁর কাজ।
উল্লেখ্য, বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়—ছয় ভাষায় তৈরি হবে ছবিটি।