ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর আভদিভকাতে বড় ধরনের অভিযান শুরু করেছে রাশিয়া। প্রায় ২ হাজার সেনাসদস্য, কয়েক ডজন সাঁজোয়া যান এবং যুদ্ধ বিমান নিয়ে হামলা চালাচ্ছে রুশ বাহিনী।
ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন, গত ২ দিন ধরে আভদিভকা এবং আশেপাশের এলাকায় একের পর এক হামলা পরিচালনা করছে রুশ সেনারা। এর মধ্যে বেশ কিছু হামলা প্রতিহতের দাবিও করেছে কিয়েভ।
ইউক্রেনের ওদেসা বন্দরের শস্য সংরক্ষণাগারে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বেশ কিছু শস্য নষ্ট হয়েছে।
এদিকে ইসরায়েল এবং ইউক্রেন উভয় দেশে অস্ত্র সহায়তার প্রশ্নে মুখ খুলেছে বাইডেন প্রশাসন। উভয় দেশকে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে পারবে বলে জোর দিয়েছেন মার্কিন কর্মকর্তারা।