Home জাতীয় বিএনপির সমাবেশ ঘিরে নাশকতার কোনো তথ্য নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির সমাবেশ ঘিরে নাশকতার কোনো তথ্য নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

SHARE

আগামীকাল বিএনপির সমাবেশ ঘিরে নাশকতার কোনো তথ্য না থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় যোগদান শেষে এ কথা বলেন মন্ত্রী।
তিনি জানান, অতীতের মতো দেশকে অস্থিতিশীল করতে বিএনপি ষড়যন্ত্র করছে বলে বিচ্ছিন্নভাবে তথ্য আসছে তাদের কাছে। এ বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে বলেও জানান তিনি।
নির্বাচনের তফসিল ঘোষণার আগেই কমিশন তাদের আঞ্চলিক অফিসগুলোর নিরাপত্তা চেয়ে যে চিঠি দিয়েছে সেটিকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জেলা উপজেলায় নির্বাচনী কার্যলয়গুলোতে প্রয়োজন বুঝে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।